সাম্প্রতিক কালে শিল্পা শেঠি নামে এক ভারতীয় বংশোদ্ভূত মডেল এমনই একটি সাইটে তুমুল চর্চায় রয়েছে। নিজের একের পর এক কন্টেট আপলোড করে ভাইরাল হয়ে উঠেছেন। তিনি নিউইয়র্কে থাকেন। সম্প্রতি নিজের শাড়ি পরার একাধিক ছবি ও ভিডিও আপলোড করেছেন শিল্পা। যেখানে শাড়ি পরার প্রতিটি মুহূর্ত শেয়ার করেছেন এই মডেল। নানা হট পোজে ছবি শেয়ার করার পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেছেন। যা নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। যেই ছবি ও ভিডিও দেখার পর নেটিজেন তুমুল সমালোচনা করেছেন এই মডেলের। নানাভালে ট্রোলড হয়েছেন।
advertisement
নিজের সকল ভিডিও ও ফটোশুট বিদেশী সাইটগুলিতে দেওয়ার পাশাপাশি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে থাকেন। যাতে তার ফ্যানেরা ফ্রিতেও সেই সকল ছবি ও ভিডিও দেখতে পান। ইনস্টাগ্রামে এই মজেলের ফলোয়ার্স সংখ্যা সাড়ে আট মিলিয়নেরও বেশি। নেটিজেনরা নেতিবাচক মন্তব্য করলেও তা কোনও পাত্তাই দেন না শিল্পা। নিজের কাজকে গুরুত্ব দেওয়ার ছাড়া অন্য কোওনও সমালোতনা বা কু-কথা তার মধ্যে কোনও প্রভাব ফেলে না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’
আরও পড়ুনঃ Viral News: মানুষ থেকে হয়ে গেলেন কুকুর! আজব কাণ্ড কীভাবে ঘটালেন এই ব্যক্তি, রইল চমকে দেওয়া তথ্য
ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন,”জীবনে অনেক কিছু দেখেছি। এই কারণে, এই জিনিসগুলি আমাকে প্রভাবিত করে না। বিশেষ করে মানুষের মন্তব্য পড়ার কারণে কিছু যায় আসে যায় না।” তার কাজের ধরন সম্পর্কে মডেল বলেছেন,”তিনি ভিডিওগুলি একাই তৈরি করেন। সাধারণত অনেকে পেশাদার ফটোগ্রাফারের সাহায্য নেয়। আমি নিই না। তার কঠোর পরিশ্রমের কারণে, তিনি অনেক ফ্যান পেয়েছি আর তা হাতছাড়া করচে চাই না।”