TRENDING:

Viral News:‘বউয়ের উপর পেত্নি ভর করেছে’! স্ত্রীর ঘাড় থেকে ‘অশরীরী’ নামাতে ১ মাসের ছুটি চান যুবক! চক্ষু চড়কগাছ নেটমহলের

Last Updated:

Viral News: যিনি ছুটি চেয়েছেন,তাঁর দাবি, স্ত্রীকে ভূত ভর করেছে৷ তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন।কারণ স্ত্রীর ঘাড় থেকে ‘পেত্নি’-কে নামাতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: ছুটি চাওয়ার কত রকম কারণ হতে পারে! সেই তালিকায় যোগ হয়েছে সাম্প্রতিক নতুন এক চমক৷ জানাচ্ছেন চেন্নাইবাসী এক ব্যক্তি৷ তাঁর কাছে এক কর্মী এক মাসের ছুটি চেয়েছেন৷ যা কারণ বলেছেন, তাতে চক্ষু চড়কগাছ৷ যিনি ছুটি চেয়েছেন,তাঁর দাবি, স্ত্রীকে ভূত ভর করেছে৷ তাই ভূত নামাতে নেপালে নিজেদের বাড়িতে ফিরতে চেয়েছেন।কারণ স্ত্রীর ঘাড় থেকে ‘পেত্নি’-কে নামাতে হবে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

চেন্নাইবাসী ওই ব্যক্তি জানিয়েছেন তাঁর গাড়ি সাফাই করেন যে যুবক, তিনি ছুটি চেয়েছেন এক মাসের। তাঁর দাবি, আচমকাই স্ত্রী বাড়িতে তামিল বলতে শুরু করেছেন। একটা আধটা শব্দ নয়। বরং পুরো বাক্যই বলছেন। এতটাই ঝরঝরে,যে শুনে মনে হবে তামিল তাঁর মাতৃভাষা। তিনি দীর্ঘ দিন চেন্নাইয়ে আছেন। তাহলে কি সেখানে তামিল শিখতে পারেননি? সে সম্ভাবনাও খারিজ করেছেন ওই ট্যুইটারেত্তি৷ তাঁর দাবি, চেন্নাইয়ে তাঁরা যেখানে থাকতেন, সেখানে নেপালি জনজাতির বসবাস বেশি৷ ফলে অত ঝরঝরে তামিল শেখার অবকাশ নেই৷

advertisement

আরও পড়ুন : বাজারে অঢেল সস্তার এই সবজিই কমায় ভুঁড়ি! মেদ গলিয়ে পেট হবে সমতল মসৃণ! জানুন কোন তরকারি খেলে রোগা হবেন ঘূর্ণিঝড়ের বেগে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন ওই ব্যক্তি৷ কিন্তু ওষুধ খেয়ে লাভ হয়নি৷ করিয়েছেন ধর্মীয় মতে চিকিৎসাও৷ ধর্মীয় মতে সেই চিকিৎসার সূত্রে পরামর্শ পেয়েছেন নেপালে ফিরে যাওয়ার৷ এই ঘটনা ঘিরে শোরগোল তুঙ্গে নেট মহলে৷ অনেকেই ওই মহিলার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন৷ কেউ বলেছেন মনোবিদের পরামর্শ নিতে৷ অনেকেরই আবার অভিমত, আমাদের যুক্তি বুদ্ধির বাইরে অনেক কিছুই ঘটে,যার কোনও ব্যাখ্যা মেলে না৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News:‘বউয়ের উপর পেত্নি ভর করেছে’! স্ত্রীর ঘাড় থেকে ‘অশরীরী’ নামাতে ১ মাসের ছুটি চান যুবক! চক্ষু চড়কগাছ নেটমহলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল