TRENDING:

Viral News: ৪০ হাজারের কেক! ৩০০ নিমন্ত্রিত! পোষা কুকুরের জন্মদিনে ৫ লক্ষ টাকা খরচ তরুণীর! দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Viral News:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক মহিলার তাঁর পোষ্য সারমেয়র জন্মদিন পালনের ভিডিও৷ শোনা যাচ্ছে এই পার্টিতে তিনি খরচ করেছেন ৫ লক্ষ টাকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামশেদপুর : পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, কেউ কেউ এতই গরিব যে সকালে খাবার পেলে সন্ধ্যায় খাবারের জায়গা থাকে না। তাই কেউ এত ধনী যে সোনার পাত্রে খাবার খাচ্ছে। এখন যেমন টাকা, তেমন শখও। আপনি নিশ্চয়ই অনেক লোককে পশু পালন করতে এবং তাদের যত্ন নিতে দেখেছেন। কিন্তু এখানে এক মহিলা তাঁর পোষা কুকুরের জন্মদিনে লাখ লাখ টাকা খরচ করে তাক লাগালেন।
স্বপ্না তাঁর কুকুরের প্রতিটি জন্মদিনে এভাবেই সমাজসেবা করেন
স্বপ্না তাঁর কুকুরের প্রতিটি জন্মদিনে এভাবেই সমাজসেবা করেন
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক মহিলার তাঁর পোষ্য সারমেয়র জন্মদিন পালনের ভিডিও৷ শোনা যাচ্ছে এই পার্টিতে তিনি খরচ করেছেন ৫ লক্ষ টাকা৷ শুধু কেকের দামই ছিল ৪০ হাজার টাকা৷ এছাড়াও ছিল চোখ ধাঁধাঁনো আয়োজন৷ অতিথিদের জন্য ছিল কাস্টমাইজড রিটার্ন গিফ্ট৷ দ্রুত ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও৷

ওই মহিলা তাঁর পোষা কুকুরটির জন্য ৪০ হাজার টাকার কেক কাটেন এবং ৩০০ জনের জন্য বিলাসবহুল খাবারের আয়োজন করেন। সোশ্যাল মিডিয়ায় যে কেউ এই পোস্টটি দেখে হতবাক হয়ে আঙুল কামড়াতে শুরু করে। এই সময়ে, মহিলা এমনকি এই পার্টির জন্য আমন্ত্রণপত্রও ছাপিয়েছিলেন এবং একটি ডি জে রাতের ব্যবস্থাও করেছিলেন।

advertisement

জানা গিয়েছে যে ভাইরাল হওয়া ভিডিওর ওই মহিলার নাম স্বপ্না৷ তিনি ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। তিনি একজন সমাজকর্মী এবং কুকুরের প্রতি তাঁর বিশেষ ভালবাসা রয়েছে। তবে শুধু ব্যক্তিগত আনন্দই নয়৷ তাঁর কুকুরের জন্মদিন উদযাপন উপলক্ষে, স্বপ্না যুগসলাই থানা এলাকার অন্ত্যোদয় ভবন কমপ্লেক্সের কাছে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০টি সোলার স্ট্রিট লাইটও স্থাপন করেছেন। শুধু তাই নয়, তিনি নিজেকে সিঙ্গল মাদার বলে পরিচয় দেন এবং কুকুরটিকে তাঁর নিজের সন্তানের মতোই মনে করেন। স্বপ্না তাঁর কুকুরের প্রতিটি জন্মদিনে এভাবেই সমাজসেবা করেন।

advertisement

আরও পড়ুন :আমি অমিতজিকে জড়িয়ে ধরলাম…’ রেখাকে শান্ত করতে বিগ বি যা করেছিলেন…

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মানুষ নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ এই আচরণটিকে কুকুরের প্রতি ভালবাসার কাজ বলে অভিহিত করেছেন, অন্যরা এটিকে বোকামি এবং অপব্যয় বলে মন্তব্য করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘আপনি যদি এই টাকা দিয়ে একজন দরিদ্র মানুষের ঋণ শোধ করতেন, তাহলে সারাজীবন আশীর্বাদ পেতেন’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আবার অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘কুকুরেরও এই ধরনের ভালবাসা পাওয়ার অধিকার আছে’। পাশাপাশি অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এর পরিবর্তে তিনি যদি একজন দরিদ্র ব্যক্তিকে একটি রিকশা দিতেন, তাহলে ওই তিনি উপার্জন করে অন্নসংস্থান করতে পারতেন৷’

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৪০ হাজারের কেক! ৩০০ নিমন্ত্রিত! পোষা কুকুরের জন্মদিনে ৫ লক্ষ টাকা খরচ তরুণীর! দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল