এবার যেমন দাবি উঠেছে আমেরিকার। সেখানকার এক মহিলা দাবি করেছেন, কোমায় যাওয়ার পর তিনি ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন। গীতার কথা যেন আরও একবার সোচ্চারে বললেন সদ্য কোমা থেকে ফেরত আসা এই মহিলা।
আরও পড়ুন- ৩৩ বছর পর প্রমাণ হল অভিযুক্ত নাবালক! মুক্তি মিলল আরও ১০ বছর পর
advertisement
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি স্টারের মতে, আমেরিকার একজন নার্স দাবি করেছেন যে আত্মা তার শরীর ছেড়ে চলে গিয়েছিল। তার পরেই যখন তিনি কোমায় ছিলেন, তিনি ঈশ্বরকে সাক্ষাৎ দেখতে পান। প্রসঙ্গত উল্লেখ ৫২ বছর বয়সী পেনি উইটব্রোড গুরুতর অসুস্থ ছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর খেতে ও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরে তাঁকে কয়েকদিন অক্সিজেন সাপোর্টে রাখা হয়।
আত্মা শরীর ছেড়ে চলে যায়
উইটব্রোড কোমায় চলে যান। তিনি দাবি করেন যে এই সময়ে তাঁর আত্মা তাঁর নশ্বর দেহ ছেড়ে চলে যাওয়ার আগে বলে, “পৃথিবীর মানুষ সময়ের মধ্যে আবদ্ধ। কিন্তু ঈশ্বরের সঙ্গে সময় পৃথিবীর সময়ের চেয়ে একেবারে আলাদা।” উইটব্রোড এও দাবি করেছেন যে তিনি প্রথমে আলোর একটা ঝলকানি দেখেছিলেন। তার পরে তাঁর ঠাকুরমার আত্মা উপস্থিত হয় এবং তাঁকে শান্ত থাকতে বলে।
ঈশ্বর এসেছিলেন আমার সামনে
তিনি আরও বলেন, "ঈশ্বর আমার সামনে এসেছিলেন।’’ উইটব্রোডের মতে, ঈশ্বর বলেন যে, এই পৃথিবীতে প্রথম জন্মে দুঃখ কষ্ট থাকলে পরের জন্মে তারা পুরস্কৃত হয় এবং তারা শান্তি লাভ করে।
কোমা থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে ওঠেন
উইটব্রোড দাবি করেছেন যে যখন তিনি কোমা থেকে জেগে উঠলেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন। সচেতন হওয়ার পরে, উইটব্রোড বলেছেন তিনি শিখেছেন যে, সারাজীবন জুড়ে জাগতিক আরামের কোনও মূল্য নেই। সংগ্রাম এবং সংঘর্ষ করে যে জীবন অতিবাহিত করে, সে-ই প্রকৃত সুখ পায়। তিনি এখন এক আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন এবং এই ঘটনার পরে ঈশ্বরের সঙ্গে তাঁর সম্পর্ক আরও মজবুত হয়েছে।