TRENDING:

Viral News: সারা জীবন যত খুশি ফুচকা খেতে চান? ৯৯ হাজার টাকার নতুন ফুচকা-স্কিম বাজারে আনলেন এই ব্যক্তি! তুমুল ভাইরাল

Last Updated:

Viral News: সারা জীবন যতখুশি ফুচকা শুনলেই জিভে জল আসে! এমন এক অবাক করা অফার বা স্কিম নিয়ে এসে তুমুল ভাইরাল নাগপুরের ফুচকা-ওয়ালা! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগপুর: ফুচকা খেতে কার না ভাল লাগে! টক-ঝাল-মিষ্টির ফুচকা দেখলে জিভে জল আসবেই! ফুচকা খাওয়ার কোনও সময় হয় না! দুপুরেও যেমন খাওয়া যায়, রাতেও খাওয়া যায়! প্রেম হোক বা বন্ধুত্ব ফুচকা কিন্তু সবার সঙ্গে খাওয়া যায়! কিন্তু ভেবে দেখেছেন কখনও কেউ যদি আপনাকে গোটা জীবন না চাইতেই মুখের সামনে ফুচকা পৌছে দেয়, তবে কেমন হয়? আপনি যতদিন বাঁচবেন রোজ কেউ যদি আপনাকে যতখুশি ফুচকা খাওয়ায়? ভাবছেন তা আবার কেন হবে?
News18
News18
advertisement

অবাক হলেও, এমন এক অবিশ্বাস্য স্কিম নিয়ে ফুচকা বা পানি পুরি বিক্রি করছেন এক বিক্রেতা! আপনি সারা জীবনের জন্য যতখুশি ফুচকা খেতে পারেন! আর তা আপনাকে দেবেন নাগপুরের এই ফুচকা ওয়ালা! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বিজয় মেওয়ালা গুপ্তা নামের এক ফুচকা-ওয়ালা তুমুল ভাইরাল হয়েছেন! কারণ জানলে অবাক হবেন! এই ফুচকা বিক্রেতা একটি ফুচকা স্কিম সামনে এনেছেন! যেখানে তিনি বলছেন সারা জীবন যতখুশি ফুচকা খেতে হলে আপনি এই স্কিমটি করতে পারেন! কী সেই স্কিম?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জানা যায়, তিনি বলেছেন মাত্র ৯৯ হাজার টাকা দিয়ে এই স্কিমটি কিনে নিন! এই ৯৯ হাজার টাকায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যতখুশি ফুচকা খেতে পারবেন! এই খবর সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়! যদিও এই স্কিম নেটিজেনদের অনেকের বেশ পছন্দ হয়! আবার কেউ কেউ বলছেন, “টাকা নিয়ে এই ফুচকা-ওয়ালা যদি পালিয়ে যান?” এক নেটিজেন লেখেন, এই টাকা উসুল করতে হলে ১৩ বছর ধরে রোজ এক প্লেট করে ফুচকা খেতে হবে।” তবে বেশিরভাগ মানুষ এই অফারকে হাসির খোরাক হিসেবেই দেখেছেন! তাহলে আপনি কী ভাবছেন? নেবেন নাকি ৯৯ হাজারের লাইফ টাইম ফ্রি ফুচকা খাওয়ার স্কিম? আপাতত এই ব্যক্তি তুমুল ভাইরাল

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সারা জীবন যত খুশি ফুচকা খেতে চান? ৯৯ হাজার টাকার নতুন ফুচকা-স্কিম বাজারে আনলেন এই ব্যক্তি! তুমুল ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল