অবাক হলেও, এমন এক অবিশ্বাস্য স্কিম নিয়ে ফুচকা বা পানি পুরি বিক্রি করছেন এক বিক্রেতা! আপনি সারা জীবনের জন্য যতখুশি ফুচকা খেতে পারেন! আর তা আপনাকে দেবেন নাগপুরের এই ফুচকা ওয়ালা! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে বিজয় মেওয়ালা গুপ্তা নামের এক ফুচকা-ওয়ালা তুমুল ভাইরাল হয়েছেন! কারণ জানলে অবাক হবেন! এই ফুচকা বিক্রেতা একটি ফুচকা স্কিম সামনে এনেছেন! যেখানে তিনি বলছেন সারা জীবন যতখুশি ফুচকা খেতে হলে আপনি এই স্কিমটি করতে পারেন! কী সেই স্কিম?
advertisement
জানা যায়, তিনি বলেছেন মাত্র ৯৯ হাজার টাকা দিয়ে এই স্কিমটি কিনে নিন! এই ৯৯ হাজার টাকায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যতখুশি ফুচকা খেতে পারবেন! এই খবর সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল হয়! যদিও এই স্কিম নেটিজেনদের অনেকের বেশ পছন্দ হয়! আবার কেউ কেউ বলছেন, “টাকা নিয়ে এই ফুচকা-ওয়ালা যদি পালিয়ে যান?” এক নেটিজেন লেখেন, এই টাকা উসুল করতে হলে ১৩ বছর ধরে রোজ এক প্লেট করে ফুচকা খেতে হবে।” তবে বেশিরভাগ মানুষ এই অফারকে হাসির খোরাক হিসেবেই দেখেছেন! তাহলে আপনি কী ভাবছেন? নেবেন নাকি ৯৯ হাজারের লাইফ টাইম ফ্রি ফুচকা খাওয়ার স্কিম? আপাতত এই ব্যক্তি তুমুল ভাইরাল