TRENDING:

Viral News: একসঙ্গে ৪টি গ্যাস সিলিন্ডার টানেন এই পরিশ্রমী মহিলা, কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা!

Last Updated:

A Malaysian Woman can push 4 Gas-Cylinders: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সবার ফোনে ফোনে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা একটি নয়, দুটি নয়, চারটি গ্যাস সিলিন্ডার এক সঙ্গে টেনে নিয়ে যাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়ালালামপুর: মহিলা হোক বা পুরুষ রান্নাঘরে সিলিন্ডার টানতে হয়েছে আমাদের অনেককেই। সে ক্ষেত্রে একটি বা দুটি সিলিন্ডার কোনও ব্যাপার নয়, কিন্তু একই সঙ্গে চার-চারটি সিলিন্ডার তোলার কথা নিশ্চয়ই ভাবিনি কেউ। একটি সিলিন্ডারের ওজন প্রায় ৩০ কেজির কাছাকাছি হয়, সেটি সরাতে গিয়েই আমাদের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক মহিলার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সবার ফোনে ফোনে (Viral News)। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা একটি নয়, দুটি নয়, চারটি গ্যাস সিলিন্ডার এক সঙ্গে টেনে নিয়ে যাচ্ছেন। দূর থেকে দেখতে এটা খুব সহজই মনে হচ্ছে যেন তিনি এমন কোনও কষ্টই করছেন না। ওই ৩০ বছর বয়সী মহিলার নাম খয়রুনিসা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সিলিন্ডার টানার কৌশল অনেকেই বিশ্বাস করতে চাইছেন না (A Malaysian Woman can push 4 Gas-Cylinders)।
একসঙ্গে ৪টি গ্যাস সিলিন্ডার টানেন এই পরিশ্রমী মহিলা
একসঙ্গে ৪টি গ্যাস সিলিন্ডার টানেন এই পরিশ্রমী মহিলা
advertisement

আরও পড়ুন-Russia-Ukraine War: দারুণ দৃশ্য বিমানবন্দরে ! পোষ্যকে সঙ্গে নিয়েই ইউক্রেন থেকে দেশে ফিরলেন ভারতীয় ছাত্র

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বসবাসকারী খয়রুনিসা গত তিন বছর ধরে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী হিসেবে কাজ করছেন। তিনি একই সঙ্গে সিঁড়িতে উঠে দুটি সিলিন্ডার টেনে নিয়ে যেতে পারেন। আবার সমতল জায়গায় তিনি খুব সহজেই চারটি সিলিন্ডার এক সঙ্গে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তাঁর এই কৃতিত্ব সম্পর্কে খয়রুনিসা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এমন ভারী কাজ করে আসছেন, যা আগে শুধু পুরুষরাই করতেন। এর মধ্যে রয়েছে লরি চালানো থেকে শুরু করে ট্রাক চালানো সহ যাবতীয় কাজ। খয়রুনিসা সবসময় কারও কোনও সাহায্য ছাড়াই এই কাজটি করছেন (Viral News)।

advertisement

আরও পড়ুন-Nuclear Bombs: একবারে সব পরমাণু বোমার বিস্ফোরণ হলে কী ঘটবে পৃথিবীতে? জানুন গুরুত্বপূ্র্ণ তথ্য

সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে নিজের গল্প ভাগ করে নিয়ে তিনি আরও বলেছেন যে তিনি গত বছর থেকে এক সঙ্গে এতগুলি সিলিন্ডার বহন করে নিয়ে যাওয়ার কায়দাটি শিখেছেন। ওই সময় কোম্পানিতে জনবলের ঘাটতি ছিল। তখনই খয়রুনিসা এক সঙ্গে এতগুলি সিলিন্ডার বহন করতে শিখেছিলেন। এখন তিনি তাঁর কাজে এতটাই পারদর্শী হয়ে উঠেছেন যে দিনে প্রায় ৬০ থেকে ১০০টি গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। প্রথম দিকে, একজন মহিলাকে সিলিন্ডার তুলতে দেখার অভ্যেস কারও ছিল না বলে অনেকেই অবাক হতেন। তবে এখন সবাই খয়রুনিসাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন।

advertisement

আরও পড়ুন-Viral News: খাবারে বিষ মিশিয়ে পুত্রবধূকে হত্যার চেষ্টা! অবশেষে সামনে এল সত্য

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

খয়রুনিসা জানান, স্বামীর মৃত্যুর পর তিনিই শাশুড়ির দেখাশোনা করেন। এ জন্য তাকে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে ট্রাক চালাতে হয়েছে। খয়রুনিসার পরিশ্রম দেখে মানুষ খুবই খুশি। অনেকেই এই কঠোর পরিশ্রমী মহিলার প্রশংসা করেছেন। অনেকেই এই ভিডিও নিজেদের টাইমলাইনে শেয়ারও করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: একসঙ্গে ৪টি গ্যাস সিলিন্ডার টানেন এই পরিশ্রমী মহিলা, কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল