মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বসবাসকারী খয়রুনিসা গত তিন বছর ধরে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী হিসেবে কাজ করছেন। তিনি একই সঙ্গে সিঁড়িতে উঠে দুটি সিলিন্ডার টেনে নিয়ে যেতে পারেন। আবার সমতল জায়গায় তিনি খুব সহজেই চারটি সিলিন্ডার এক সঙ্গে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তাঁর এই কৃতিত্ব সম্পর্কে খয়রুনিসা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এমন ভারী কাজ করে আসছেন, যা আগে শুধু পুরুষরাই করতেন। এর মধ্যে রয়েছে লরি চালানো থেকে শুরু করে ট্রাক চালানো সহ যাবতীয় কাজ। খয়রুনিসা সবসময় কারও কোনও সাহায্য ছাড়াই এই কাজটি করছেন (Viral News)।
advertisement
সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে নিজের গল্প ভাগ করে নিয়ে তিনি আরও বলেছেন যে তিনি গত বছর থেকে এক সঙ্গে এতগুলি সিলিন্ডার বহন করে নিয়ে যাওয়ার কায়দাটি শিখেছেন। ওই সময় কোম্পানিতে জনবলের ঘাটতি ছিল। তখনই খয়রুনিসা এক সঙ্গে এতগুলি সিলিন্ডার বহন করতে শিখেছিলেন। এখন তিনি তাঁর কাজে এতটাই পারদর্শী হয়ে উঠেছেন যে দিনে প্রায় ৬০ থেকে ১০০টি গ্যাস সিলিন্ডার সরবরাহ করেন। প্রথম দিকে, একজন মহিলাকে সিলিন্ডার তুলতে দেখার অভ্যেস কারও ছিল না বলে অনেকেই অবাক হতেন। তবে এখন সবাই খয়রুনিসাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন-Viral News: খাবারে বিষ মিশিয়ে পুত্রবধূকে হত্যার চেষ্টা! অবশেষে সামনে এল সত্য
খয়রুনিসা জানান, স্বামীর মৃত্যুর পর তিনিই শাশুড়ির দেখাশোনা করেন। এ জন্য তাকে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে ট্রাক চালাতে হয়েছে। খয়রুনিসার পরিশ্রম দেখে মানুষ খুবই খুশি। অনেকেই এই কঠোর পরিশ্রমী মহিলার প্রশংসা করেছেন। অনেকেই এই ভিডিও নিজেদের টাইমলাইনে শেয়ারও করছেন।