বিমানের আসনে বসে আছেন যাত্রী। মাথা হেলিয়ে দিয়েছেন পিছনে। চোখ বোজা। কিন্তু আলোয় অস্বস্তি হচ্ছে। এদিকে আইমাস্কও নেই। এখন উপায়? দেশি জুগাড়। সিটের পিছনে হেডরেস্টের ছোট কাপড়টাই টেনে নিলেন যাত্রী। বিছিয়ে দিলেন চোখের উপর। কাপড় যাতে সরে না যায়, তার জন্য চশমাও পরলেন, কাপড়ের উপর দিয়েই।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে @outofofficedaku নামের এক ইউজার এই ঘটনার একটি ছবি পোস্ট করেছেন। মুহূর্তে ভাইরাল। ‘দেশি জুগাড়ের’ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, বিমানের মাঝের সিটে শান্তিতে ঘুমোচ্ছেন এক যাত্রী। চোখের উপর আইমাস্ক নয়, ইন্ডিগোর লোগো দেওয়া হেডরেস্ট কভার। তার ওপর চশমা। ছবির ক্যাপশনে লেখা, ‘ইন্ডিগো এখন ইকোনমি ক্লাসের সমস্ত যাত্রীদের বিনামূল্যে আইমাস্ক দিচ্ছে’।
এক্স প্ল্যাটফর্মে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ছবি। কমেন্টের বন্যা বয়ে যায়। একজন ইউজার রসিকতা করে লিখেছেন, ‘কেউ যদি আইমাস্ক হিসেবে হেডরেস্ট কভার ব্যবহার করতে চান, তাহলে ইন্ডিগো ১০০ টাকা চার্জ নেবে’। আরেকজন আবার লিখেছেন, ‘এই ছবিটা এভাবে পোস্ট করা উচিত হয়নি। ইন্ডিগো যদি দেখে তাহলে হেডরেস্ট কভারকে আইমাস্ক হিসেবে ব্যবহারের জন্য চার্জ করতে শুরু করবে’। এই ছবি দেখে অনেকে আবার বলছেন, দেশি উদ্ভাবনের জোয়ার এসেছে। এখান থেকেই না বড় কিছু আবিষ্কার হয়।
আরও পড়ুন– কোচিং সেন্টারের পড়ুয়াদের মাসিক আয় কোটি টাকা ! রহস্য জেনে হতবাক পুলিশ
অবশ্য ত্বকচর্চা যাঁরা করেন, তাঁরা এই ছবি দেখে নাক কুঁচকোচ্ছেন। তাঁদের মতে, কত লোকে ওই কভার ব্যবহার করেছে। তেল, খুশকি, ময়লা – কী নেই! ওটা কেউ মুখে দেয়! বিমানে অনেকেই নিজস্ব হেডরেস্ট কভার নিয়ে যান। না, এর অনেক দাম নয়, ফিক্সড ডিপোজিট ভাঙাতে হবে না। এটাও দেশি জুগাড়। আসনের পিছনে ছোট তোয়ালে বিছিয়ে দেন অনেকেই। সেটা অনায়াসে আই মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়।