বিয়ের অনুষ্ঠানে বর-কনের জুটির অনেক নাচ ভাইরাল হয়, কিন্তু এরকম নাচ খুব কমই হয়তো আপনি দেখেছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বর তাঁর কনের সঙ্গে নাচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কনে একেবারেই তাতে আগ্রহ দেখাচ্ছে না। এরপর বর যা করল তা দেখলে আপনিও হাসি থামাতে পারবেন না।
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে বর-কনে মালাবদলের জন্য মঞ্চে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই মঞ্চে তখন ক্যাটরিনা কাইফের ‘তেরি অর…’ গানটি বাজতে শুরু করে। ঠিক তখনই বর গানের সঙ্গে নাচতে শুরু করে এবং সেও তার কনের হাত ধরে নাচতে শুরু করে। কিন্তু কনে তাকে মোটেও সমর্থন করে না বরং মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর বর তার হাত ছেড়ে দিয়ে গানটির সঙ্গে নিজেই নেচে ফাটিয়ে দেয়৷ এবং পরবর্তী আচার-অনুষ্ঠানে এগিয়ে যায়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে rolexrajpoot00097 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা এই ভিডিওটি ৩.৫ কোটিরও বেশি মানুষ দেখেছেন এবং প্রায় ৫ লক্ষ মানুষ লাইক করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন লিখেছেন – ‘আমি অবিবাহিত থাকতে চাই কিন্তু এভাবে নাচব না’৷ অন্যজন লিখেছেন – ‘মেয়েটি বিয়ে করতে চায়নি’। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও৷