TRENDING:

Wedding Video: বিয়ের মণ্ডপেই ...! বর কাছে এগিয়ে আসতে লজ্জায় যা করল কনে, হবু স্বামীর কীর্তি দেখে তাজ্জব সকলে

Last Updated:

Wedding Video: বিয়ের অনুষ্ঠানে বর-কনের জুটির অনেক নাচ ভাইরাল হয়, কিন্তু এরকম নাচ খুব কমই হয়তো আপনি দেখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ের মরশুম আসতেই একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে৷ তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ আজকাল দেখা যায়, বর হোক বা কনে তারা তাদের বিয়েতে তুমুল নেচে সকলের মন জয় করে নেয় । কিছু জায়গায় কোরিওগ্রাফিও করা হয় বিয়ের অনুষ্ঠানের জন্য৷ আবারও কিছু বিয়েতে,বর-কনে ঠিক এমন কাজ শুরু করে, যার ফলে পুরো ঘটনাটি রসিকতার কারণ হয়ে ওঠে।
সবাইকে হতবাক করে দিয়ে বিয়েতে এক আশ্চর্যজনক পদক্ষেপ নিলেন বর। নিজেই নিজের বিয়ের বৈদিক মন্ত্র পাঠ করার দায়িত্ব নিলেন বর। এই বেনজির কাজটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
সবাইকে হতবাক করে দিয়ে বিয়েতে এক আশ্চর্যজনক পদক্ষেপ নিলেন বর। নিজেই নিজের বিয়ের বৈদিক মন্ত্র পাঠ করার দায়িত্ব নিলেন বর। এই বেনজির কাজটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
advertisement

বিয়ের অনুষ্ঠানে বর-কনের জুটির অনেক নাচ ভাইরাল হয়, কিন্তু এরকম নাচ খুব কমই হয়তো আপনি দেখেছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বর তাঁর কনের সঙ্গে নাচার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু কনে একেবারেই তাতে আগ্রহ দেখাচ্ছে না। এরপর বর যা করল তা দেখলে আপনিও হাসি থামাতে পারবেন না।

আরও পড়ুন-একাধিক পুরুষের শয্যাসঙ্গী, লিভ-ইন, লুকিয়ে বিয়ে…! গোপনে ‘পরকীয়া’ করতে গিয়েই চরম পরিণতি! স্বামী হাতেনাতে ধরতেই নোংরা কেচ্ছা ফাঁস নায়িকার, চিনতে পারলেন?

advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে বর-কনে মালাবদলের জন্য মঞ্চে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই মঞ্চে তখন ক্যাটরিনা কাইফের ‘তেরি অর…’ গানটি বাজতে শুরু করে। ঠিক তখনই বর গানের সঙ্গে নাচতে শুরু করে এবং সেও তার কনের হাত ধরে নাচতে শুরু করে। কিন্তু কনে তাকে মোটেও সমর্থন করে না বরং মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর বর তার হাত ছেড়ে দিয়ে গানটির সঙ্গে নিজেই নেচে ফাটিয়ে দেয়৷ এবং পরবর্তী আচার-অনুষ্ঠানে এগিয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে rolexrajpoot00097 নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার করা এই ভিডিওটি ৩.৫ কোটিরও বেশি মানুষ দেখেছেন এবং প্রায় ৫ লক্ষ মানুষ লাইক করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন লিখেছেন – ‘আমি অবিবাহিত থাকতে চাই কিন্তু এভাবে নাচব না’৷ অন্যজন লিখেছেন – ‘মেয়েটি বিয়ে করতে চায়নি’। নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wedding Video: বিয়ের মণ্ডপেই ...! বর কাছে এগিয়ে আসতে লজ্জায় যা করল কনে, হবু স্বামীর কীর্তি দেখে তাজ্জব সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল