পরিস্থিতি এমন যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাইনবোর্ড ছাপিয়ে রাস্তায় টাঙিয়ে দিতে হয়েছে। নয়তো রোজই বহু পর্যটক ভুল ম্যাপ দেখে পৌঁছে যাচ্ছে অন্য কোনও রাস্তায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোদাগু জেলায়। অপূর্ব সুন্দর পাহাড়ি এই জায়গাকে পৃথিবীর স্বর্গ বলা হয়। সেখানকার এক রিসর্ট ক্লাব মাহিন্দ্রায় যাওয়ার ম্যাপেই ধরা পড়েছে গলদ।
আরও পড়ুন: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
এক্স হ্যান্ডেলে স্থানীয়দের সেই সাইনবোর্ডটি ভাইরাল হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘গুগল ভুল বলছে। এই রাস্তাটি ক্লাব মাহিন্দ্রায় যায় না’। গুগল ম্যাপ দেখে রোজ এত পর্যটক সেখানে উপস্থিত হয় এবং শেষে সাহায্য চায় তাঁদের কাছেই। খানিক বিরক্ত হয়েই এমন সাইনবোর্ড টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।
অনেকেই এক্স হ্যান্ডেলে নিজেদের পথ হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। গুগল ম্যাপ দেখে ভুল পথে চলে গিয়েছেন এমন অনেকেই। কেউ কেউ আবার জানিয়েছেন, পাহাড়ি কোনও জায়গায় বেড়াতে গেলে কখনওই গুগল ম্যাপের উপর পুরোপুরি নির্ভর না হতে।