তাঁদের এই ভিন্ন ধরণের প্রেমের গল্প আন্তর্জাতিক টেলিভিশন রিয়েলিটি শো 90 Day Fiancé: The Other Way-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, আর আজও চলছে সেই নাটকীয় যাত্রা।
২০১২ সালে প্রথম পরিচয়। জেনি ক্যালিফোর্নিয়ায় থাকতেন। অনলাইনে আলাপ হয়েছিল এক “২৫ বছরের ব্রিটিশ যুবক”-এর সঙ্গে, যিনি আসলে ছিলেন দিল্লির সুমিত। সত্যিটা প্রকাশ্যে আসার পরও জেনি সম্পর্ক ভাঙেননি, বরং ভারত সফরে এসে সুমিতের সঙ্গে সরাসরি দেখা করেন ২০১৩ সালে।
advertisement
তাঁদের মধ্যে বয়সের ফারাক ৩০ বছর, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও সরে আসেননি সুমিত। বিশেষ করে সুমিতের মা তাঁর ছেলের এই সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন। বছরের পর বছর ধরে জেনি স্লাটেনকে স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই চালাতে হয়। এক পর্যায়ে জানা যায়, সুমিতকে ইতিমধ্যেই এক প্রথাগত বিবাহে আবদ্ধ করা হয়েছিল। সেই স্ত্রীকে ডিভোর্স দিয়েই জেনিকে বিয়ে করেন বলে জানান সুমিত। দম্পতির এই বাস্তব জীবনের ‘নাটক’ এখন ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম আকর্ষণ। বর্তমানে 90 Day Fiancé-এর নতুন সিজনে দেখা যাবে, জেনি ও সুমিত সুমিতের বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকছেন।
নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দম্পতি। ক্যাফে ব্যবসায় হাতেখড়ি দিতে চলেছেন তারা। পরিবারের আশীর্বাদ মিললেও, প্রথাগত ভারতীয় গৃহস্থ জীবনে মানিয়ে নিতে জেনির যথেষ্ট অসুবিধা হয়েছে। এক স্বাধীন আমেরিকানের জীবনের পর হঠাৎ ভারতীয় পরিবারের সংস্কৃতিতে খাপ খাওয়ানোটা তাঁর কাছে এক কঠিন চ্যালেঞ্জ।