পোস্টে যুবক লেখেন, শুরুতেই তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন যে কোনও সম্পর্কের আগ্রহ তাঁর নেই। কেবল নতুন শহরে কারও সঙ্গে কথা বলার ও পরিচিত হওয়ার জন্যই দেখা করতে চেয়েছিলেন। পরে দু’জনে দিল্লির একটি ক্যাফে বা রেস্তরাঁয় দেখা করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: সোনালির অনুরোধে, ছেলের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! নাম রাখলেন ‘আপন’
advertisement
যুবকের দাবি, ক্যাফেতে পৌঁছে জায়গাটি তাঁর খুব একটা পছন্দ না হলেও তিনি কথাবার্তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে ওই তরুণী এক গ্লাস রেড ওয়াইন অর্ডার করেন। তবে যুবক মদ্যপান না করায় তিনি কিছুই অর্ডার করেননি। কিছুক্ষণ পর বিল এলে চমকে ওঠেন তিনি—বিলের অঙ্ক ছিল প্রায় ₹১৮ হাজার।
রেডিট পোস্টে যুবক জানান, তাঁর মাসিক বেতন মাত্র ₹২৫ হাজার। ফলে এই বিপুল অঙ্কের বিল তাঁর পক্ষে দেওয়া অত্যন্ত চাপের হয়ে দাঁড়ায়। “আমি বিল মিটিয়েছি, কিন্তু ভীষণ অস্বস্তি ও মানসিক চাপের মধ্যে ছিলাম। ভাবছিলাম, এটা কি দিল্লিতে স্বাভাবিক? নাকি কোনও ধরনের প্রতারণা?”—লেখেন তিনি।
Met someone through an app, went for a casual meet-up and got a ₹18k bill
ঘটনার পর থেকে নতুন করে কারও সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন বলেও জানান ওই যুবক। পোস্টটি ভাইরাল হওয়ার পর বহু নেটিজেন মন্তব্য করে জানান, এটি একটি পরিচিত প্রতারণা। অনেকেই দাবি করেন, কিছু বার বা ক্যাফে ডেটিং অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টানতে এমনভাবে মেয়েদের ব্যবহার করে এবং পরে অতিরিক্ত বিল চাপিয়ে দেয়।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “অনেক সময় এই মেয়েরা বার বা পাবের সঙ্গে যুক্ত থাকে। আগে থেকে সাবধান হওয়াই ভালো।” আরও অনেকেই ঘটনাটিকে শিক্ষা হিসেবে নেওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে নিজের অনুভূতিতে ভরসা রাখার কথা বলেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর দিল্লির বিভিন্ন ক্যাফে ও বারে অতিরিক্ত বিলের অভিযোগ সামনে এসেছে।
