আরও পড়ুন-Fact Check: লতা মঙ্গেশকরের মরদেহে থুতু ছিটিয়েছেন শাহরুখ? জানুন সত্যিটা কী ঘটেছিল
নেটোলি কেন্ডেল জানিয়েছেন যে, যখন তাঁর বয়স ২২ বছর ছিল তখন তিনি একজনকে ভালোবাসতে শুরু করেন। সেই ব্যক্তি একটি ক্লাবের বারে কাজ করতেন। সেখানে নেটোলি কেন্ডেল তাঁর বন্ধুদের সঙ্গে যেতেন। ধীরে ধীরে সেই ব্যক্তির সঙ্গে নেটোলি কেন্ডেলের যোগাযোগ বাড়তে শুরু করে এবং তাঁরা ডেট করা শুরু করেন। কিন্তু সেই ডেটের মাত্র ৩ মাসের মধ্যেই সেই ব্যক্তি ধোঁকা দেন নেটোলি কেন্ডেলকে (Girlfriend caught boyfriend kissing other woman)।
advertisement
অন্য একজন মহিলাকে চুমু দিচ্ছিল তার বয়ফ্রেন্ড -
নেটোলি কেন্ডেল জানিয়েছেন যে, একদিন তিনি তাঁর বয়ফ্রেন্ডকে ফোন না করেই তাঁকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাঁর বন্ধুদের সঙ্গে সেই ক্লাবে গিয়ে হাজির হন। কিন্তু ক্লাবে গিয়ে নেটোলি দেখেন যে, তাঁর বয়ফ্রেন্ড ক্লাবের কয়েকজনের সামনেই সেই ক্লাবের অন্য এক মহিলাকর্মীকে চুমু দিতে ব্যস্ত। তা দেখে নেটোলি কেন্ডেল স্বভাবতই অবাক হয়ে যান এবং তাঁর মাথা খুব গরম হয়ে যায়। তিনি তখনই বদলা নেওয়ার কথা ভেবে নেন। এরপর তিনি সেই বারে খুব বেশি করে ড্রিঙ্ক করে এবং ডিজের কাছে গিয়ে একটি ইংরাজি গান বাজানোর জন্য অনুরোধ করেন। সেই গানে ধোঁকা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর নেটোলি কেন্ডেল এবং তাঁর বন্ধুরা জোরে জোরে সেই গান করতে শুরু করেন। তাঁরা সেই ব্যক্তি এবং মহিলার দিকে ইশারা করে গান করতে থাকেন। এর ফলে সেই ব্যক্তি এবং মহিলা খুবই অপ্রস্তুত হয়ে পড়েন।
নেটোলি কেন্ডেল বলে সকলের সামনে ধোঁকাবাজির পর্দাফাঁস করা খুবই জরুরি -
নেটোলি কেন্ডেল যখন জোরে জোরে সেই গান করছিলেন তখন তাঁর বয়ফ্রেন্ড বুঝে যান যে, নেটোলি সমস্ত কিছুই দেখে ফেলেছেন। এর পর নেটোলিকে বারের গার্ড বাইরে বের করে দেয়। নেটোলি কেন্ডেল বারের বাইরে এসে তাঁর বয়ফ্রেন্ডের গাড়িতে মাটি এবং নোংরা ছুঁড়ে দেন। এরপর সেই ব্যক্তি আর কখনও নেটোলি কেন্ডেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি।