TRENDING:

Viral News: গরুর গোবর দিয়ে তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট পেশ, ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ছত্তিশগড়: মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বুধবার বিধানসভা ছত্তিশগড় (Chattisgarh) বাজেট ২০২২-২৩ পেশ করেছেন৷ কিন্তু এই রাজ্য বাজেট পেশ ভাইরাল হয়ে গেছে৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাল নিউজ (Viral News)৷ পাশাপাশি তাঁর বাজেট পেশ করতে আসার ভিডিও- এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ ভিডিওতে দেখা যাচ্ছে প্রথা মেনেই ব্রিফকেস হাতে আসছেন - কিন্তু মুখ্যমন্ত্রী বঘেলের হাতে ধরা ব্রিফকেসটি গোবরের তৈরি৷
bhupesh baghel carries briefcase made of cow dung to present chhattisgarh budget 2022 know
bhupesh baghel carries briefcase made of cow dung to present chhattisgarh budget 2022 know
advertisement

এই গোবরের তৈরি ব্রিফকেসের জন্যেই ভাবেন যদি এটি ভাইরাল নিউজ তাহলে খবরের অর্ধেকটা জানলেন শুধু৷ গোবরের বানানো ব্রিফকেসের ওপর লেখা রয়েছে ‘গোময় বসতে লক্ষ্মী’৷ যার অর্থ গোবরে মা লক্ষ্মীর বাস৷ দেশে প্রথমবার এমন হয়েছে যখন কোনও মুখ্যমন্ত্রী গোবরের তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট পেশ করলেন৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

advertisement

সাধারণত মুখ্যমন্ত্রীরা চামড়া বা জুটের বানানো ব্রিফকেস নিয়েই বাজেট পেশ করতে যান প্রতি বছর৷ এই  ব্রিফকেস রায়পুরের গোকুল ধাম গোঠে কর্মরত স্বনির্ভর মহিলা গোষ্ঠী বানিয়েছে৷

আরও পড়ুন - Ind W vs NZ W: কাজে এল না হরমনপ্রীত-মিতালির লড়াই, বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হার

advertisement

নগর নিগম রায়পুর গোকুল ধাম গোঠের কর্মরত স্বনির্ভর মহিলা গোষ্ঠী ‘এক পহল’ -র মেয়েরা গোবর এবং অন্য সব জিনিস দিয়ে এই ব্রিফকেস বানিয়েছেন৷ এই ব্রিফকেসে মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল বিধানসভায় বাজেট পেশ করেছেন৷ এই ব্রিফকেস গোবর পাউডার, চুন, কাঠ এবং দেশীয় আঠা দিয়ে বানানো৷

দশ দিনের কঠিন পরিশ্রমের পর এটা তৈরি করা হয়েছে৷  বাজেটের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই ব্রিফকেস৷ হ্যান্ডেল ও কোনাগুলি বস্তার কারিগরি দিয়ে সাজানো হয়েছে৷

advertisement

গোবরকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়

ছত্তিশগড়ে স্থানীয়ভাবে এটা মানা হয় মা লক্ষ্মীর প্রতীক গোবর৷ ছত্তিশগড়ের তিজ উৎসবে গোবর লাগানোর পরম্পরা পালন করা হয়৷এর থেকে অনুপ্রেরণা পেয়েই এই ভাবে গোবরের ব্রিফকেস বানানো হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কলেজ পাশ যুবতীর আয়ের অভিনব আইডিয়া! বানাচ্ছেন উলের দুর্দান্ত সব জিনিস, হচ্ছে ভালই লাভ
আরও দেখুন

২০২১ সালে ছত্তিশগড়ে গোধন ন্যায় যোজনা শুরু হয়েছে৷ এই যোজনায় সরকার পশুপালক এবং কৃষকদের গরুর থেকে গোবর কিনে নেয়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: গরুর গোবর দিয়ে তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট পেশ, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল