ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকোতে। স্থানীয় গোপনীয়তা রক্ষা আইনের কারণে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তি নিজের বন্ধুদের সঙ্গে ওয়াইল্ড নাইটস নামে একটি ক্লাবে গিয়েছিল। সেখানে গিয়ে মদ্যপান করেন। একটা সময় পর বন্ধুরা ও নাইট ক্লাবে উপস্থিত অন্যান্যদের সঙ্গে বাজি ধরে কত বেশি মদ খেতে পারেন সেই চ্যালেঞ্জ লড়েন। মাত্র ৯০ মিনিটের মধ্যে ২২ পেগ মদ খেয়ে ফেলেন তিনি। এরপর ওখানেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ওই ব্যক্তিগ শরীরে ০.৪ শতাংশ অ্যালকোহল ছিল। যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। এই পরিমাণ অ্যালকোহলকে প্রাণঘাতি হয়ে থাকে। এছাড়া ওই ব্যক্তি মদ্যপান করে সংজ্ঞাহীন হওয়ার পর তাঁর কাছ থেকে ৪২০ পাউন্ড লুঠ করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে ওই নাইট ক্লাবের আধিকারিক, মৃত্য ব্যক্তির বন্ধু সহ নাইট ক্লাবের উপস্থিত মোট ৫৮ জনকে অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুনঃ RBI: ভারতের কোন টাকায় ছাপা নেই আরবিআই, নেই গভর্নরের স্বাক্ষর, উত্তর অজানা ৯৯ শতাংশের
আরও পড়ুনঃ Viral News: সোনার থেকেও বেশি দামি, বিশ্বের সবথেকে দামি সবজির নাম ও দাম জানেন
এছাড়া পুলিস সূত্রে খবর ওই নাইট ক্লাবে দিনের পর দিন ধরে এইভাবে সংগঠিত অপরাধ চলছে। এরল পিছনে একটা চক্র কাজ করছে। যারা নাইট ক্লাবে আগতদের অত্যাধিক মাত্রায় মদ্যপান করিয়ে তাদের সর্বস্ব লুঠ করত। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিস। কিন্তু বন্ধুর কথায় হোক, বা অন্য কারও কথায়, ৯০ মিনিটে ২২ পেগ মদ্যপান করাটা কতটা যুক্তি সঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।