TRENDING:

২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড রেস্তোরাঁয়! চেখে দেখলেন খাবারও! নতুন বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান যুবক

Last Updated:

Nigerian Sets World Record By Visiting 150 Fast Food Restaurants In 24 Hours: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫০টি ফাস্ট ফুড সেন্টারে পায়ে হেঁটে ঘুরেছেন নওয়ানা। কোনও গাড়িতে চাপেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবুজা, নাইজেরিয়া: ফাস্ট ফুড তাঁর প্যাশন। নিজে খান। দর্শকদেরও সন্ধানও দেন ভাল ফাস্ট ফুডের। তিনি ২২ বছর বয়সী নাইজেরিয়ান কনটেন্ট ক্রিয়েটর মুনাচিমসো ব্রায়ান নওয়ানা। মাত্র ২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড সেন্টার ঘুরে দেখলেন তিনি। চেখে দেখলেন সেখানকার খাবার। এর সঙ্গেই তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। এর আগে আমেরিকান ইউটিউবার এয়ারর‍্যাকের (American YouTuber Airrack) দখলে ছিল এই রেকর্ড। তিনি ২৪ ঘণ্টায় ১০০টি ফাস্ট ফুড সেন্টারে ঘুরেছিলেন।
২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড রেস্তোরাঁয়! চেখে দেখলেন খাবারও! নতুন বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান যুবক (Photo-Instagram)
২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড রেস্তোরাঁয়! চেখে দেখলেন খাবারও! নতুন বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান যুবক (Photo-Instagram)
advertisement

আরও পড়ুন– নেল কাটারের ভিতরে থাকা ছুরির মতো অংশ নিশ্চয়ই লক্ষ্য করেছেন? এদের কাজ কি জানা আছে? বেশিরভাগ মানুষই জানেন না

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫০টি ফাস্ট ফুড সেন্টারে পায়ে হেঁটে ঘুরেছেন নওয়ানা। কোনও গাড়িতে চাপেননি। আবুজাতে যানবাহনের সংখ্যা এমনিই কম। তাই প্রায় ২৫ কিমি দূরত্ব পায়ে হেঁটে ঘোরার সিদ্ধান্ত নিয়েছিলেন নওয়ানা। রেকর্ডের জন্য প্রতিটা রেস্তোরাঁ থেকে যে কোনও একটি খাবার বা পানীয় কিনে খান তিনি। এটাই ছিল চ্যালেঞ্জ। তা সুষ্ঠভাবেই সম্পন্ন করেছেন নওয়ানা। বিশ্বরেকর্ড গড়ে খুশি তিনি। নওয়ানা বলছেন, “নিউ ইয়র্কে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে একটা করে রেস্তোরাঁ। গাড়িঘোড়াও অনেক। কিন্তু আবুজাতে পুরো উল্টো। তাই এখানে রেকর্ড গড়া অনেক বেশি চ্যালেঞ্জিং।’’

advertisement

আরও পড়ুন– Schengen Visa-র আবেদন বাতিল হয়ে গিয়েছে? তাহলে ফের আবেদন করার সময় এই ভুলগুলো ভুলেও করবেন না

ইনস্টাগ্রামে নওয়ানার একাধিক ছবি পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বিভিন্ন ফাস্ট ফুড রেস্তোরাঁয় তাঁর খাওয়ার ছবি। একটা ছবিতে একদল অল্পবয়সী ছেলেমেয়েদের সঙ্গে গল্প করতে করতে খেতে দেখা যাচ্ছে নওয়ানাকে। বিকাল ৫টা থেকে পরদিন বিকেল ৫টা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়েছেন নওয়ানা। মাঝে ঘুমনোর জন্য কয়েকঘণ্টা বিশ্রাম নেন শুধু। তিনি বলছেন, “একদিনে যা খেলাম, তাতে এক সপ্তাহ এখন না খেলেও চলবে।’’ প্রতিটা রেস্তোরাঁ থেকে স্যুভেনিয়ার হিসাবে কিছু না কিছু চেয়ে নেন তিনি। হাসি মুখে নওয়ানার হাতে সে সব তুলেও দেন খাবার বিক্রেতারা।

advertisement

আবুজার রেস্তোরাঁ এবং নাইজেরিয়ান খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্দেশ্যেই এমন অসাধ্য সাধনে নেমেছিলেন বলে জানিয়েছেন নওয়ানা। শাওয়ারমা, পিৎজা থেকে ফ্রায়েড চিকেন, বার্গার – সব ধরণের খাবারই খেয়েছেন তিনি। তবে তাঁর প্রিয় নাইজেরিয়ান মইন (বিন পুডিং) এবং আমালা (ময়দার ডেলার মতো দেখতে এক ধরণের খাবার)। নওয়ানার কথায়, “আমি চাই নাইজেরিয়ান খাবারের স্বাদ উপভোগ করুক গোটা বিশ্ব।’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
২৪ ঘণ্টায় ১৫০ ফাস্ট ফুড রেস্তোরাঁয়! চেখে দেখলেন খাবারও! নতুন বিশ্বরেকর্ড গড়লেন নাইজেরিয়ান যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল