TRENDING:

Viral: বাসন মাজা নিয়ে শাশুড়ি-বৌমার তুমুল মারামারি, এরপর শাশুড়ি বৌমার সঙ্গে যা করলেন, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

Last Updated:

বাসন ধোয়া নিয়ে শাশুড়ি-বৌমা অবতীর্ন হলেন যুদ্ধের ময়দানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শাশুড়ি-বৌমার সম্পর্ক যে কোন কেমিস্ট্রিতে চলবে, তা এখনও হলফ করে বলতে পারেননি তাবড় তাবড় মুণি-ঋষিরাও! কখনও বা মিছরির মতো মিষ্টি, কখনও আবার কাঁচালঙ্কার ঝাল! কখনও 'হাম তুম সাথ সাথ হ্যায়', কখনও আবার 'কোয়েলা'! কখন যে কী হবে, বলা কঠিন! শাশুড়ি-বৌমার কচকচানি তো সিরিয়ালের খোরাক জুগিয়ে আসছে সেই কবে থেকে! হালে নেট দুনিয়ায় ভাইরাল (Viral)  হয়েছে এক শাশুড়ি-বৌমার তুমুল মারামারির ভিডিও! কী কাণ্ড! কেউ কারও থেকে কম যান না! এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ! নেটিজেনরা তো সেই ভিডিও দেখে মুখ হাঁ করে বসে রয়েছেন!
advertisement

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য

দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবেই! শাশুড়ি-বৌমার ঝগড়া-মারামারিও নতুন কিছু নয়! কিন্তু হালে সামান্য একটা বিষয় নিয়ে শাশুড়ি-বৌমা যে-ভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, দেখে নেটিজেনদের চোখ কপালে! কী নিয়ে দু'জনের মধ্যে 'ওয়ার্ল্ড ওয়ার' শুরু হয়েছে? বাসন ধোয়া নিয়ে! এ বলে ওকে বাসন ধুতে, ও বলে একে বাসন ধুতে! এ বলে ও কম বাসন ধুয়েছে, ও বলে এ কম বাসন ধুয়েছে! ব্যাস! শুরু কুরুক্ষেত্র যুদ্ধ! শেষমেশ বিষয়টি জটিল হয়ে ওঠে! ছুরি দেখিয়ে বৌমাকে বাড়ি থেকে বের করে দেন শাশুড়ি।

advertisement

আরও পড়ুন: চাকতির মধ্যে আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? ৯০ শতাংশই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেছেন বৌমা নিজেই! দেখা যাচ্ছে দুজনের মধ্যে অশান্তি চরমে! এরপর শাশুড়ি ছুড়ি দেখিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ছেলের বৌকে বাড়ি ছাড়া করেন! এক এক করে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেন  বৌমার সমস্ত জিনিসপত্র! এখানেই শেষ নয়! বৌমাকে সাবধান করে দেন, তিনি যাতে শ্বশুরবাড়িতে আর ফিরে না আসেন! যখন ঘটনাটি ঘটছিল, তখন বাড়ির পুরুষরা ছিল বাইরে, কাজে ! এদিকে বাড়িতে এহেন মারামারিতে স্বাভাবিকভাবেই বাড়ির বাচ্চারা ভয় পেয়ে কাঁদতে শুরু করে! তাঁদের কান্নার আওয়াজ শোনা যায় ভিডিওতেও। এরপর স্থানীয় এক মহিলার হস্তক্ষেপে গোটা ঘটনা শান্ত হয়!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বাসন মাজা নিয়ে শাশুড়ি-বৌমার তুমুল মারামারি, এরপর শাশুড়ি বৌমার সঙ্গে যা করলেন, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল