আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বেশি ওজনের ‘আলু’! ডিএনএ টেস্ট হতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর সত্য
দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি লাগবেই! শাশুড়ি-বৌমার ঝগড়া-মারামারিও নতুন কিছু নয়! কিন্তু হালে সামান্য একটা বিষয় নিয়ে শাশুড়ি-বৌমা যে-ভাবে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, দেখে নেটিজেনদের চোখ কপালে! কী নিয়ে দু'জনের মধ্যে 'ওয়ার্ল্ড ওয়ার' শুরু হয়েছে? বাসন ধোয়া নিয়ে! এ বলে ওকে বাসন ধুতে, ও বলে একে বাসন ধুতে! এ বলে ও কম বাসন ধুয়েছে, ও বলে এ কম বাসন ধুয়েছে! ব্যাস! শুরু কুরুক্ষেত্র যুদ্ধ! শেষমেশ বিষয়টি জটিল হয়ে ওঠে! ছুরি দেখিয়ে বৌমাকে বাড়ি থেকে বের করে দেন শাশুড়ি।
advertisement
আরও পড়ুন: চাকতির মধ্যে আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? ৯০ শতাংশই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন
গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেছেন বৌমা নিজেই! দেখা যাচ্ছে দুজনের মধ্যে অশান্তি চরমে! এরপর শাশুড়ি ছুড়ি দেখিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ছেলের বৌকে বাড়ি ছাড়া করেন! এক এক করে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেন বৌমার সমস্ত জিনিসপত্র! এখানেই শেষ নয়! বৌমাকে সাবধান করে দেন, তিনি যাতে শ্বশুরবাড়িতে আর ফিরে না আসেন! যখন ঘটনাটি ঘটছিল, তখন বাড়ির পুরুষরা ছিল বাইরে, কাজে ! এদিকে বাড়িতে এহেন মারামারিতে স্বাভাবিকভাবেই বাড়ির বাচ্চারা ভয় পেয়ে কাঁদতে শুরু করে! তাঁদের কান্নার আওয়াজ শোনা যায় ভিডিওতেও। এরপর স্থানীয় এক মহিলার হস্তক্ষেপে গোটা ঘটনা শান্ত হয়!