TRENDING:

Viral Love Story: অনলাইন প্রেমের টানে আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে! বয়সে ৯ বছরের ছোট ইনস্টা-প্রেমিককে দেখতে প্রত্যন্ত গ্রামে হাজির বিদেশিনী

Last Updated:

Viral Love Story: এখন বিয়ে করার জন্য অপেক্ষার দিন গুনছেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন লিখেছেন, ‘গত ১৪ মাস ধরে একসঙ্গে আছি৷ এখন অপেক্ষা বড় অধ্যায়ের৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রেমের টানে সাত সাগর আর তেরো নদী পেরিয়ে আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরে ভারতের অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে পৌঁছলেন এক মার্কিন তরুণী৷ তাঁর নাম জ্যাকলিন ফোরেরো, পেশায় ফোটোগ্রাফার৷ সু্ন্দরী আলোকচিত্রী প্রেমে পড়লেন ইনস্টাগ্রামে জনৈক চন্দনের তোলা ছবি দেখে৷ দু’জনের আলাপ শুরু হয়েছিল ‘হাই’ থেকে৷ তার পর বছরখানেক ধরে বন্ধুত্ব থেকে সম্পর্ক পৌঁছেছে প্রেমে৷ এখন বিয়ে করার জন্য অপেক্ষার দিন গুনছেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় জ্যাকলিন লিখেছেন, ‘গত ১৪ মাস ধরে একসঙ্গে আছি৷ এখন অপেক্ষা বড় অধ্যায়ের৷’
বিয়ে করার জন্য অপেক্ষার দিন গুনছেন তাঁরা
বিয়ে করার জন্য অপেক্ষার দিন গুনছেন তাঁরা
advertisement

আধ্যাত্মিকতা, সঙ্গীত, শিল্প, ফোটোগ্রাফি-সহ একাধিক বিষয়ে চন্দনের আগ্রহ দেখে মুগ্ধ হন জ্যাকলিন৷ জানান, ৮ মাস ধরে অনলাইন প্রেমের পর মায়ের অনুমতি পেয়েছি৷ মায়ের সঙ্গেই ভারতে বেড়াতে এসেছি৷ জীবনের স্মরণীয় ট্রিপ হতে চলেছে এটা৷’ তাঁদের সম্পর্কের প্রতি এসেছে একাধিক প্রতিক্রিয়া৷ তাঁর কথায়, “বিচারপ্রবণ, সমর্থক, অভদ্র, খুব ইতিবাচক, বিশ্রীভাবে নীরব এবং এর মধ্যে সবরকম আবেগ আছে। আর বয়সের পার্থক্য ভুলে গেলে চলবে না।” প্রেমিকের থেকে নয় বছরের বড় জ্যাকলিন।

advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জ্যাকলিন বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে দরজা খুলে দিচ্ছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য ব্যবস্থা করছেন। কারণ ঈশ্বরই আমাদের একত্রিত করেছেন এবং তিনি আমাদের দেখে রাখবেন।’ তাঁদের প্রেমকাহিনি জয় করেছে অগণিত নেটিজেনদের হৃদয়৷ বয়সের ব্যবধান তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়াবে না বলে মত সকলের৷

advertisement

আরও পড়়ুন : সস্তার বীজ আর সুস্বাদু এই মাছই বদ কোলেস্টেরলের যম!চান্স কমবে হৃদরোগের!বাড়বে আয়ু

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জ্যাকলিন এবং চন্দন একসঙ্গে একটি ইউটিউব চ্যানেল চালান৷ সেখানে তাঁদের বায়োতেও লেখা আছে সম্পর্ক এবং প্রেমের আখ্যান৷ বিয়ের পর তাঁরা আমেরিকায় সংসার পাতবেন বলে ঠিক করেছেন৷ আবেদন করা হয়েছে চন্দনের ভিসার জন্যেও৷ তাঁদের বাকি জীবনও অভিযানের রোমাঞ্চে পূর্ণ থাকবে বলে ধারণা এই প্রেমিক যুগলের৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Love Story: অনলাইন প্রেমের টানে আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে! বয়সে ৯ বছরের ছোট ইনস্টা-প্রেমিককে দেখতে প্রত্যন্ত গ্রামে হাজির বিদেশিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল