শুধু কানাডাই নয়, গোটা বিশ্বেই এখন জীবনযাত্রার খরচ এক লাফে বেড়ে গিয়েছে অনেকটা। এদিকে কাজেরও অভাব। এমন পরিস্থিতি জীবন চালাতে অনেকেই নতুন নতুন এবং অভিনব পন্থা নিয়ে বেড়াচ্ছেন। যেগুলি অবাক শুনতে লাগলেও, বেশ নতুনত্ব রয়েছে। তেমন এক ঘটনা আমাদের সামনে। যা অবাক হয়ে যাবেন যে কেউ।
আরও পড়ুন: একঘেয়ে জীবন থেকে ছুটি! স্কুটারে চেপে বসল আস্ত ষাঁড়, তারপর যা হল, দেখুন ভিডিও…
advertisement
অর্থ উপার্জনে অভিনব উপায় বেছে নিয়েছেন কানাডার ৩৭ বছর বয়সী মহিলা মনিক জেরেমায়া। কোভিড-১৯ লকডাউনের সময় সম্পর্ক ভেঙে যাওয়া এবং আয় বন্ধ হয়ে যাওয়ার পর, তিনি ঠিক করেন নিজের বিছানার অর্ধেক ভাড়া দেবেন।
এই পদ্ধতিকে বলা হচ্ছে হট বেডিং (Hot Bedding)। মনিক অনলাইনে বিজ্ঞাপন দেন এবং অল্প টাকায় বিছানার একটি পাশ শেয়ার করার প্রস্তাব রাখেন। অবাক করার মতো বিষয়, এটি ব্যাপক সাড়া ফেলে। এক মাসে তিনি প্রায় ৫০,০০০ ডলার পর্যন্ত আয় করতে সক্ষম হন।
আরও পড়ুন: মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল…
তিনি জানান, কিছু নিয়ম মেনে চলে এই চুক্তি। চাইলে পারস্পরিক সম্মতিতে জড়িয়ে ঘুমানো (cuddling) যেতে পারে। যদিও অনেকে এই পদ্ধতিকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনৈতিক বলেই মনে করছেন, তবে অনেকেই এটিকে নতুন অর্থ উপার্জনের বিকল্প হিসেবে সমর্থন করেছেন।
এই সেই মহিলা…Image – News18
মনিকের অভিজ্ঞতা এখন বহু অনাবাসীর জন্য এক অনুপ্রেরণা, যারা বিদেশে বাঁচতে গিয়ে অচেনা পথ খুঁজছেন। তবে অর্ধেক বিছানা ভাড়া দিয়েও যে মালামাল হওয়া যায়, সেই পথই দেখালেন মনিকা। বিষয়টা আপনার কেমন লাগল?