আরও পড়ুন : বরকে চমকে দিতে বিয়ের মঞ্চে এমন কাজ করলেন কনে, দেখে চক্ষু চড়কগাছ অতিথিদের!
ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি পাঁকা আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে একটি ছোট্ট টিয়া পাখি। লালচে সবুজ আমগুলির মধ্যে একবারের দেখায় একেবারেই ধরা যায় না টিয়াটিকে (Viral Image)। কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং (Spot The Parrot Hiding in Mangoes) অবিকল আমগুলির মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।
advertisement
মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি (Spot The Parrot Hiding in Mangoes)। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে বেশ মনোযোগ সহকারে বেশ কয়েকবার। আর যাঁরা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাঁদের জন্য দেওয়া রইল উত্তরটি।
উপরের এই ছবিতেই বলে দেওয়া হয়েছে ঠিক কোথায় কী ভাবে লুকিয়ে আছে টিয়া পাখিটি (Spot The Parrot Hiding in Mangoes)।
আরও পড়ুন : আপনি এই মুহূর্তে খুশি নাকি দুঃখী? এই ছবি নিয়ে আপনার উত্তরই করবে আপনার রহস্য ফাঁস...
আপনি চাইলে এই ধাঁধাটি দিয়ে আপনার বন্ধু-বান্ধবদের দৃষ্টি ও মনোসংযোগ পরীক্ষা করে দেখতে পারেন নির্দ্বিধায় (Viral Image)। দেখুন তাঁদের মধ্যে কারা এক নজরে দিয়ে ফেলেন উত্তর। তারাই হবেন নেটমাধ্যমদের জিনিয়াস।