আরও পড়ুন Knowledge News: পৃথিবী থেকে কি জল শুষে নিচ্ছে চাঁদ?
গুজ নিউজ মুভমেন্ট তাদের ইনস্টাগ্রামে শেয়ার করেছে এই ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ বাড়ির বাইরে বসে আসেন৷ তাঁর চোখে মুখে খুশির ছোঁয়া৷ সুন্দর একটি টি-শার্ট গায়ে গলিয়ে নিচ্ছেন তিনি৷ কী কারণে তিনি এমন কাজ করছেন? প্রথমে বোঝা যায়নি৷ কিছুক্ষণ পর তাঁর বাড়ির সামনে উপস্থিত হয় একটি অ্যাম্বুলেন্স এবং সেখান থেকে নামানো হয় বৃদ্ধের স্ত্রীকে৷ দীর্ঘ ৬ মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি৷ ফলে স্বামীর সঙ্গে কোন দেখা সাক্ষাৎ সম্ভব হয়নি৷ এতগুলো দিন স্ত্রীকে ছেড়ে থাকতে হয়েছিল বৃদ্ধ স্বামীকে৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন আরও পোক্ত হয়, একে অপরের প্রতি নির্ভরশিলতাও বাড়ে৷ তাই আন্দাজ করা যায়, স্ত্রীকে ৬ মাস কাছে না পেয়ে খুবই বিমর্ষ হয়ে পড়েন বৃদ্ধ৷ যে কারণে স্ত্রীর ফিরে আসায় এতটা খুশি হয়েছেন তিনি৷
advertisement
স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই ব্যক্তি৷ আবেগ লুকিয়ে রাখতে পারেননি৷ অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ বাড়িতে প্রবেশ করতেই বৃদ্ধারর সঙ্গে কথা বলতে শুরু করেন তাঁর স্বামী৷ কান্নাও থামতে চায় না৷ এরপরই স্ত্রীর পাশে বসে থাকতে দেখা যায় তাঁকে৷
ভিডিওটি প্রচুর মানুষ পছন্দ করেছেন৷ প্রায় ৭২ লক্ষ লাইক পড়েছে৷ লাইকের সংখ্যা আরও বাড়ছে৷ সঙ্গে অনেকে নিজের নিজের অনুভূতি ভাগ করে কমেন্টও করেছেন৷