ঘটনাটি টুন্ডলা থানা এলাকার হাইওয়ের পাশে বান্না রোডে অবস্থিত মোহাম্মদাবাদ গ্রামের। মাঠের মধ্যে এক বাড়িতে বসবাসকারী সত্যপাল যাদব বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন। খাওয়ার পর সবাই বাজার থেকে আনা দুধ এবং জিলিপি খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু শুক্রবার সকাল সাতটার দিকে ছেলে বান্টি ঘুম থেকে উঠে দেখেন বাবা এবং পুরো পরিবার অসুস্থ। বমি, মাথা ঘোরা এবং অজ্ঞান দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ গ্রামের কাছে বসবাসকারী কাকা বিশ্বনাথ যাদবকে খবর দেন।
advertisement
কাকা বিশ্বনাথ ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো পরিবারকে গুরুতর অবস্থায় দেখে দেরি না করে সবাইকে তার গাড়িতে করে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সত্যপাল যাদব মারা যান। তার বাবা সাহাব সিং যাদব, স্ত্রী উর্মিলা, ছেলে বাণ্টি এবং মেয়ে সিমরান হাসপাতালে ভর্তি আছেন এবং তাঁদের চিকিৎসা চলছে।