এমন অনেক ভিডিও প্রায় প্রতিদিনই আমাদের সামনে আসে যা আমাদের কখনো আমাদের দিনটিকে সুন্দর করে তোলে, কখনো বা ভালো কোন জিনিস করতে আমাদের অনুপ্রেরণা দেয়। শুধু তাই নয় কিছু ভিডিও ক্লিপ্স বিভিন্ন ধরণের চরিত্র কিংবা ব্যক্তিত্বকে কে আমাদের সামনে তুলে ধরে যারা আমাদের মন জয় করে নেয়।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখানো হয়েছে ইউ কের একজন বাস ড্রাইভার যাত্রীভর্তি বাস মাঝরাস্তায় দাঁড় করিয়ে দিয়ে দোকানে চিকেন কিনতে গেছেন। এই অদ্ভুত পোস্টটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর বহু লোকেদের প্রতিক্রিয়া সামনে এসেছে এবং বহু ইউসাররা তার এই ক্রিয়াকলাপ নিয়ে মজা না করে বরং তার পাশে দাঁড়িয়েছেন।
advertisement
বাস ড্রাইভারটি যখন চিকেন কিনতে বাসকে মাঝরাস্তায় দাঁড় করিয়ে চিকেন কিনতে গেলেন , বাসে তখন বেশ কিছুজন যাত্রী অপেক্ষায় ছিল যে কখন ড্রাইভার ফায়ার এসে আবার গাড়ি চালাবেন। এমন সময় সেই বাসের পিছনে অন্য একটি গাড়িতে বসে থাকা একজন মহিলা এই ভিডিওটি নিজের ক্যামেরায় বন্দি করেছেন। সেই দেখে সেই বাস ড্রাইভার আবার নিজেরে বাসে ফিরে আসেন। ভিডিওটি এখানে দেখুন-
যিনি ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেচেন , তিনি ক্যাপশনে লিখেছেন "শুধুমাত্র পশ্চিম লন্ডনেই আপনি দেখতে পাবেন যে বাস চালক সবাইকে বাসে করে মুরগির দোকানে যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। "