TRENDING:

জিরিয়ে নিতে নিতেই পাখিদের খাওয়াচ্ছেন এক পথিক; একটা ঘোড়াও কিন্তু লুকিয়ে রয়েছে ছবিতে! ৬ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন কি?

Last Updated:

ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটা প্রথমেই দেখে নেওয়া যাক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও।
advertisement

এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটা প্রথমেই দেখে নেওয়া যাক!

আরও পড়ুন: সরাতে পারবেন একটি কাঠি, তাহলেই ভুল অঙ্ক হবে ঠিক, যে পারবে সে জিনিয়াস

advertisement

ছবিটিতে দেখা যাচ্ছে সাদা-কালো পেনসিল স্কেচে আঁকা একটি সুন্দর দৃশ্য। রয়েছে তিনটি গাছ। দু’দিকে পাতায় ভর্তি দু’টো গাছ। গাছের ডালে রয়েছে পাখিও। আর মাঝের গাছটিতে নেই কোনও পাতা। ন্যাড়া গাছটির ঠিক পাশেই ক্ষণিকের জন্য জিরিয়ে নিচ্ছেন এক পথিক। বড় পাথরের চাঁইয়ে নিজের ব্যাগটা রেখে তাতে হেলান দিয়ে আধশোয়া হয়ে পাখিদের খাবার খাওয়াচ্ছেন তিনি। কিন্তু এই ছবিতেই কোথাও একটি ঘোড়া লুকিয়ে রয়েছে। এমনটাই তো শোনা যাচ্ছে! আর সেই ঘোড়াকেই মাত্র ৬ মিনিটে খুঁজে বার করতে হবে। ফলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে, এটাই আজকের চ্যালেঞ্জ!

advertisement

এটুকু বলতে পারি যে, আজকের চ্যালেঞ্জ কিন্তু বেশ কঠিনই হতে চলেছে। আসলে প্রাকৃতিক এই দৃশ্যের মাঝে ঘোড়াটি যে কোথায় লুকিয়ে, তা বার করতে পারেনি অধিকাংশ মানুষই। সময় তো প্রায় ফুরিয়ে এল। ঘোড়াটিকে কি পাওয়া গেল? যদি পাওয়া যায়, তাহলে তো কেল্লা ফতে! আর না পাওয়া গেলেও সমস্যা নেই। ছোট্ট ক্লু দেওয়া যাক। ঘোড়াটি লুকিয়ে রয়েছে গাছটির আশপাশেই। রীতিমতো দৃষ্টিশক্তির পরীক্ষা নেবে এই অপটিক্যাল ইলিউশন ধাঁধাটি।

advertisement

আরও পড়ুন: ভারতের কোন রাজ্যে মাত্র ২টি জেলা রয়েছে, উত্তর অজানা অনেকের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এর পরেও যদি না পাওয়া যায়, আমরাই বলে দিচ্ছি। পথচারী যে পাথরের চাঁইয়ে হেলান দিয়ে রয়েছেন, তার পিছনের গাছটির মাঝে যে শূন্যস্থান রয়েছে, সেই জায়গাটা ভাল ভাবে লক্ষ্য করলেই দেখা যাবে একটি ঘোড়ার অবয়ব। এখানে ওই পথচারীর ব্যাগটি ঘোড়ার একটি পা এবং উড়ন্ত পাখিটি ঘোড়ার দু’টি কানের অবয়ব তৈরি করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জিরিয়ে নিতে নিতেই পাখিদের খাওয়াচ্ছেন এক পথিক; একটা ঘোড়াও কিন্তু লুকিয়ে রয়েছে ছবিতে! ৬ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল