TRENDING:

Trending Viral News: পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! মেয়েটিকে খুঁজছে পুলিশ

Last Updated:

Trending Viral News: সম্প্রতি, নেটদুনিয়া একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে একটি মহিলা তাঁর পোষ‍্যকে বিয়ার পান করতে বাধ্য করছে। ইনস্টাগ্রামে ভিডিও-টিতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির আচরণের সমালোচনা করছে নেটব‍্যবহারকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেরাদুনঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, আমরা সারাদিন প্রচুর ভিডিও দেখি। সম্প্রতি, নেটদুনিয়া একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে একটি মহিলা তাঁর পোষ‍্যকে বিয়ার পান করতে বাধ্য করছে। ইনস্টাগ্রামে ভিডিও-টিতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির আচরণের সমালোচনা করছে নেটব‍্যবহারকারীরা।
পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! প্রতীকী ছবি।
পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! প্রতীকী ছবি।
advertisement

আরও পড়ুনঃ কুকিস না বিস্কুট? স্বাস্থ্যের জন্য কোনটা ভাল? চিনি কম কোনটায়? জানুন

ভিডিও-টি পুলিশের নজরে আসতেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ওই তরুণী দেরাদুনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার জন‍্য মহিলা তাঁর পোষা কুকুরটিকে কোলে নিয়ে জোর করে বিয়ার খাওয়াচ্ছে। এরপরই মহিলাটির বিরুদ্ধে দালানওয়ালা থানায় মামলা দায়ের করে পুলিশ।

advertisement

এই প্রসঙ্গে দেরাদুনের এসএসপি দিলীপ সিং কুনওয়ার বলেছেন যে ভিডিওটি দেখার পরে, তিনি এসএইচও দালানওয়ালাকে অবিলম্বে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ধরনের একটি ভিডিও তৈরি করা এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সমাজকে একটি ভুল বার্তা দিচ্ছে।’ তিনি জনগণকে এ ধরনের ভিডিও না তৈরি করার এবং কোনও ধরনের পশু নিষ্ঠুরতা না করার জন্য আবেদন করেন।

advertisement

এই ঘটনায় মামলা দায়েরর পর ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’ পুলিশ দাবি করেছে ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখা গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনওরকম পশুর উপর অত‍্যাচার সমর্থন করে না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending Viral News: পোষ্য কুকুরকে জোর করে বিয়ার খাইয়ে জনপ্রিয় হওয়ার 'অসভ্যতা'! মেয়েটিকে খুঁজছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল