আরও পড়ুনঃ কুকিস না বিস্কুট? স্বাস্থ্যের জন্য কোনটা ভাল? চিনি কম কোনটায়? জানুন
ভিডিও-টি পুলিশের নজরে আসতেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ওই তরুণী দেরাদুনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার জন্য মহিলা তাঁর পোষা কুকুরটিকে কোলে নিয়ে জোর করে বিয়ার খাওয়াচ্ছে। এরপরই মহিলাটির বিরুদ্ধে দালানওয়ালা থানায় মামলা দায়ের করে পুলিশ।
advertisement
এই প্রসঙ্গে দেরাদুনের এসএসপি দিলীপ সিং কুনওয়ার বলেছেন যে ভিডিওটি দেখার পরে, তিনি এসএইচও দালানওয়ালাকে অবিলম্বে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ধরনের একটি ভিডিও তৈরি করা এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সমাজকে একটি ভুল বার্তা দিচ্ছে।’ তিনি জনগণকে এ ধরনের ভিডিও না তৈরি করার এবং কোনও ধরনের পশু নিষ্ঠুরতা না করার জন্য আবেদন করেন।
এই ঘটনায় মামলা দায়েরর পর ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’ পুলিশ দাবি করেছে ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখা গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। Disclaimer: নিউজ ১৮ বাংলা কোনওরকম পশুর উপর অত্যাচার সমর্থন করে না।