প্রযুক্তি বিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে বহু অবাস্তব জিনিসকে বাস্তব করেছে মানুষ। টুইটার অ্যাকাউন্ট @TansuYegen-থেকে প্রায়ই এমন অদ্ভুত সব ভিডিও শেয়ার করা হয় । সম্প্রতি, এই অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে একটি বাড়ি দেখা গিয়েছে এবং ভিডিওর ক্যাপশানে লেখা আছে 'ভবিষ্যতের বাড়ি'।
advertisement
এই ভবিষ্যতের বাড়ির নীচেই মেট্রোর ট্র্যাক এবং সেই ট্র্যাকেই চলছে মেট্রো রেল। ঠিক বাড়ির নীচে এসে দাঁড়ালো ট্রেন তারপরেই একটি লিফ্টে করে সরাসরি ঘরে ঢুকে পরল শিশুটি। যদিও এই ভিডিওটি গ্রাফিক্স দ্বারা নির্মিত। তবে যে কল্পনাশক্তি দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়।
ভিডিওটির মাধ্যমে কল্পনা করা হয়েছে যে আগামী দিনে বাড়ির মধ্যে থেকেই মেট্রোয় ওঠা যাবে এবং মেট্রো সরাসরি এসে বাড়িতে পৌঁছে দেবে। এই অদ্ভূত কল্পনাশক্তি দেখে প্রশংসা করেছেন অনেকেই। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।