কিউল রেলওয়ে স্টেশনের সেই ভিডিওতে দেখা যায় একজন যুবক ট্রেনের বগি থেকে ঝুলছেন এবং ট্রেন চলছে তাঁকে সেভাবে নিয়েই। সূত্রের খবর, ট্রেন নম্বর 12367 আনন্দ বিহার-বিক্রমশিলা এক্সপ্রেস এসে কিউল রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কিউল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছাড়তে শুরু করলে এক যুবক ছুটে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে থাকেন। ট্রেনে ওঠার সময় তাঁর পা পিছলে পড়ে এবং তিনি ট্রেনের দরজার হাতলে ঝুলে থাকেন। ভিডিও দেখে শিউরে অঠেন সবাই। সামনেও প্ল্যাটফর্মে চলে শোরগোল। প্রমাদ গুনছেন সবাই।
আরও পড়ুন-কিডনি ‘fail’-এর সংকেত! ‘এই’ লক্ষণগুলো শরীরে এলেই সতর্ক হন, ফেলে রাখলেই সব শেষ…!
সেই সময় ওই যুবকের প্রাণ বাঁচান আরপিএফ জওয়ান। এই সময় কিউল রেলস্টেশনের আরপিএফ জওয়ান সুরজ সিং তাঁকে দেখেন এবং সুরজ সিং নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই যুবককে ট্রেন থেকে টেনে নামিয়ে নেন। যুবককে বাঁচাতে ঝাঁপিয়ে পরে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল। এরপর ট্রেন থেকে হাত ছাড়ানো যায় এবং যুবকের জীবন রক্ষা পায়।
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
কনস্টেবল জানান, যে তিনি ডিউটিতে ছিলেন এবং তিনি দেখেছিলেন যে এক যুবক চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। পরে তিনি বেগতিক দেখে লাফ দিয়ে প্রাণ বাঁচান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলা হচ্ছে ভিডিওটি পুরনো।