এখানে ছোট্ট মেয়েটি তার আন্টির ব্যালে ডান্সের পদক্ষেপগুলোকে নকল করার পুরো চেষ্টা করছে। তার ছোট্ট ছোট্ট হাত পা নিয়ে সম্পূর্ণভাবে প্রত্যেকটি স্টেপ ফুটিয়ে তুলতে না পারলেও তার অসম্ভব চেষ্টা আপনার মনকে জয় করবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই।
শিশুরা প্রায়ই বড়দের নকল করতে ভালোবাসে। তাদের মতো চলতে, হাঁটতে , নাচতে এবং কথা বলতে চেষ্টা করে। লেনির এমনি একটি প্রচেষ্টাকে তার মা রেগি অ্যান ক্যামেরায় বন্দি করে রেখেছিলেন। ভিডিওটি তার মা ইনস্টাগ্রামে শেয়ার করেন।
advertisement
ভিডিওতে দেখা যায় শিশুটির অন্টি লরা কার্টহুইল করছিলেন , তখন তিনি তার ছোট্ট লেনির দিকে তাকাতে সেও আন্টি লরাকে অনুকরণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। সবশেষে নিজের জন্য হাততালিও দেয় ছোটটি লেনি। মুহূর্তেই তার আন্টি গোল হয়ে এক রাউন্ড ঘুরলে সেও তার ছোট ছোট পায়ে সেটা অনুকরণ করার চেষ্টা করে।
ভিডিওটি এখানে দেখুন:
লেনির মিষ্টি চেহারা , তার সরল হাসি এবং প্রচেষ্টা এক নিমেষে সবার মন জয় করে নিয়েছে। তার মা রেগি অ্যান ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন "লরা তার আইডল।"