TRENDING:

ট্রাক থেকে ভারী জলের পাত্র নামাতে মাকে সাহায্য করছে শিশু, দেখুন সুন্দর ভিডিওটি

Last Updated:

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে কিভাবে একটি ছোট্ট শিশু তার মা কে ট্রাক থেকে খালি জলের ক্যান নামাতে সাহায্য করছে। আইপিএস অফিসার দীপাংশু কাবরা মা শিশুর ভালোবাসার এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। toddler helping mother unloading water can from truck

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিশুর সঙ্গে মায়ের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর, মজবুত, খাঁটি এবং নির্মল সম্পর্ক। এক নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে দুজনে জড়িয়ে থাকে। একটি ছোট্ট শিশুর কাছে তার মায়ের কোল সবচেয়ে সুরক্ষিত স্থান। মা শিশুকে সব কাজে সাহায্য করে, একটি শিশুর ক্ষেত্রেও যে সেটা সত্যি হতে পারে তার একটি দুর্দান্ত মনমোহিত করা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে কিভাবে একটি ছোট্ট শিশু তার মা কে ট্রাক থেকে খালি জলের ক্যান নামাতে সাহায্য করছে। ভিডিওটি এখানে দেখুন-
advertisement

আইপিএস অফিসার দীপাংশু কাবরা মা শিশুর ভালোবাসার এই সুন্দর ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন। ভিডিওটির প্রথমদিকে শিশুটির মা কে ট্রাক থেকে খালি জলের ক্যানগুলোকে নামিয়ে নিচে সারিবদ্ধভাবে রাখতে দেখা যায়।

advertisement

পরের দৃশ্যে ছোট্ট শিশুটিকে ছোট ছোট পায়ে মায়ের দিকে এগিয়ে যেতে এবং তার কচি দুটি হাতে তাকে দুটি করে জার তুলে ভিতরে আনতে দেখা যায় যেটাকে দেখে একটি দোকান বলে মনে হয়। বাইরে থেকে ভিতরে আসার সময় শিশুটির হাঁটার ধরণ এবং অঙ্গভঙ্গি যে কোন মানুষকে হাসিয়ে দেবে। হয়ত তার মা কে একা একা কাজ করতে দেখে সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে তাকে সাহায্য করতে ছুটে গেছে।

advertisement

মায়ের প্রতি শিশুর এই ভালোবাসা এবং সহৃদয়তা সোশ্যাল মিডিয়াতে সবার মন ভরিয়ে দিয়েছে। শেষের একটি দৃশ্যে একটি জলের ক্যানকে ওপরে তুলে রাখার জন্য শিশুর অসীম চেষ্টা সত্যি প্রশংসনীয়। এরপর তার মা ভিতরে অনুপ্রবেশ করে এবং শিশুটিকে কোলে তুলে তার হাত দিয়েই খালি জারটিকে ওপরে তুলে রাখতে সাহায্য করে। শিশুটি কিন্তু এখানেই ক্লান্ত হয়ে যায়নি, বরং তার মায়ের রেখে যাওয়া অন্য দুটি ক্যানকে তুলে রাখার উদ্দেশ্যে আবার এগিয়ে যায়।

advertisement

আইপিএস অফিসার দীপাংশু কাবরা ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন " বয়স এবং উচ্চতা ছোট হলেও শিশুটির সাহায্য করার ভাবনা অনেক বেশি গুরুত্ব রাখে। তার বাবা মা সত্যি একটি অনন্য হীরা খুঁজে পেয়েছেন। " ভিডিওটি শেয়ার করা পর থেকে ৬০ হাজারেরও বেশি ভিউস বং ১৭১০ লাইকস পেয়েছে।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "ভিডিওটি খুবই সুন্দর এবং অনুপ্রেরণামূলক।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অপর একজন মন্তব্য করেছেন " ছোট থেকেই শিশুদের হাঁটাচলা, কথাবলা এবং পড়াশুনা শেখানোর সঙ্গে সঙ্গে সকলকে সাহায্য করাও সেখান উচিত। " "

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রাক থেকে ভারী জলের পাত্র নামাতে মাকে সাহায্য করছে শিশু, দেখুন সুন্দর ভিডিওটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল