লি বহুদিন ধরেই স্থূলতায় ভুগছিলেন। উচ্চতা ছিল ১৭৪ সেমি, আর ওজন ১৩০ কেজিরও বেশি। খাবারের প্রতি নিয়ন্ত্রণ রাখতে না পারার সমস্যাও ছিল—এমনটাই জানিয়েছে South China Morning Post (SCMP)।
লি–র বড় ভাই বলেন, তিনি একটি সিরিয়াস সম্পর্কে ছিলেন এবং গার্লফ্রেন্ডের বাবা-মায়ের সঙ্গে দেখা করার আগে নিজের ওজন কমিয়ে ভালো ইমপ্রেশন তৈরি করতে চেয়েছিলেন।
advertisement
তিনি বলেন, “সবকিছু ঠিকঠাক চলছিল। তাই দেখা করার আগে ওজন কমাতে চেয়েছিল। বিয়ের প্রস্তুতি হিসেবেই সার্জারিটা করেছিল।”
সার্জারি ও প্রাথমিক অবস্থা
৩০ সেপ্টেম্বর লি–কে ঝেংঝো শহরের নাইথ পিপলস হসপিটালে ভর্তি করা হয়। ২ অক্টোবর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়, এবং প্রথমে ডাক্তাররা এটিকে সফল বলে জানান। অপারেশনের পর তাঁকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়। কিছু উন্নতি দেখা দিলে তাঁকে সাধারণ ওয়ার্ডে সরানো হয়।
অপারেশনের পর জটিলতা
৪ অক্টোবর ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
সকাল ৬টা ৪০ মিনিটে হাসপাতালে কর্মীরা তাঁকে অচেতন ও নিঃশ্বাসহীন অবস্থায় পান। দ্রুত পুনরায় আইসিইউতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলেও, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
৫ অক্টোবর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে শ্বাসযন্ত্রের ব্যর্থতা উল্লেখ করা হয়েছে।
লি–র চিকিৎসা নথিতে দেখা যায়, সার্জারির আগেই তাঁর একাধিক ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যা ছিল—ওজন বৃদ্ধি, অতিরিক্ত নাক ডাকা, মেটাবলিক সিন্ড্রোম, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভার। এই সব মিলিয়ে তিনি উচ্চ ঝুঁকির রোগী ছিলেন। পরিবারের অভিযোগ—হাসপাতাল কি তাঁকে যথেষ্টভাবে পরীক্ষা করে অনুমতি দিয়েছিল? এবং অবস্থার অবনতি হওয়ার পর চিকিৎসা কি দ্রুত ও যথাযথভাবে শুরু হয়েছিল?
হাসপাতালের বক্তব্য ও ময়নাতদন্ত
হাসপাতাল Jimu News–কে জানায়, লি সার্জারির সব ক্লিনিক্যাল শর্ত পূরণ করেছিলেন এবং তাঁর অবস্থার অবনতি হওয়ার পরই স্টাফরা দ্রুত ব্যবস্থা নেয়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য পরিবার ও হাসপাতাল উভয়ে স্থানীয় স্বাস্থ্য কমিশনের কাছে ময়নাতদন্তের অনুরোধ করে। ১০ অক্টোবর ময়নাতদন্ত করা হয়।
হাসপাতালের বক্তব্য—“চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টই মৃত্যুর কারণ নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হবে। যদি কোনও ভুল বা অবহেলা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী হাসপাতাল দায়িত্ব নেবে।”
