TRENDING:

Viral Video: চলতে চলতে থমকে গেল গাড়ি, মাঝরাস্তায় শুয়ে প্রকাণ্ড অজগর! তারপর... দেখুন ভিডিও

Last Updated:

বার্মিজ অজগর, অজগর সাপের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের বনাঞ্চল নানা ধরনের প্রাণীর আবাসস্থল। পরিবেশ বিজ্ঞানীরা মনে করে নানা ধরনের পরিচিত ও অপরিচিত বন্যপ্রাণী সমন্বিত ভারতের বনাঞ্চল পৃথিবীর মধ্যে অন্যতম। এখানে বিচিত্র ধরনে সরীসৃপ, উদ্ভিদ থেকে শুরু করে নানা প্রাণীর দেখা মেলে।
advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ঘটনা প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। পিলিভিত টাইগার রিজার্ভ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার রাস্তায় হঠাৎ একটি বিশাল অজগর বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে উপস্থিত যাত্রী, বাইক আরোহীরা রাস্তাতেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি অজগরটির ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তারপর থেকেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: মারাত্মক বিষধর বুড়ো সাপ বেরিয়ে এল গর্ত থেকে! তারপর… দেখে নিন হাড় হিম করা ভিডিও

হিমালয়ের শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত পিলিভিত জেলাটি নিজের অভূতপূর্ব নৈসর্গিক দৃশ্য, ঘন বন এবং নানা ধরনের বন্যপ্রাণীর জন্য অত্যন্ত পরিচিত। সাধারণত এই সব অঞ্চলে বেশিরভাগ ভিডিও পিলিভিত এলাকা থেকেই আসে। কখনও দেখা যায় বাঘ বা প্যান্থারের মতো প্রাণী নির্বিকার ভাবে হেঁটে চলেছে। তো কখনও তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয়।

advertisement

সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করেই চলন্ত গাড়ির সামনে রাস্তায় একটি অজগর এসে পড়েছে। এই ভিডিও রেকর্ড করা হয়েছে মাধোতান্ডা-খাতিমা সড়কের ওপর। ভিডিও-টিতে দেখা যাচ্ছে একটি অজগর রাস্তার ওপর বসে রয়েছে। অজগরটিকে দেখে বাইক আরোহীরা তাদের বাইক থামিয়ে ঘটনাস্থলেই অজগরটির ভিডিও করতে শুরু করে। বেশ কিছুক্ষণ রাস্তায় মাঝে শুয়ে থাকার পর অজগরটি আবার জঙ্গলে ফিরে যায়।

advertisement

এই অজগরের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
'নিগনের মন্ডা'খেয়েছেন? নলেন গুড়ের স্বাদ নিতে ছুটে আসে দূর দূরান্তের মানুষ
আরও দেখুন

দীর্ঘদিন ধরে বন ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা প্রবীণ সাংবাদিক ড. অমিতাভ অগ্নিহোত্রীর মতে, ভাইরাল এই ভিডিও-টিতে যে অজগরটিকে দেখা যাচ্ছে আসলে সেটি বার্মিজ অজগর। বার্মিজ অজগর, অজগর সাপের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রজাতি। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্থানীয় একটি অজগরের প্রজাতি। পিলিভিত টাইগার রিজার্ভের অনেক এলাকাতেই এই ধরণের বৃহদাকার অজগর অনেকবার দেখা গিয়েছে। এর অত্যধিক ভারী শরীরের কারণে এটিকে বেশ অনন্য প্রজাতির অজগর বলে মনে করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: চলতে চলতে থমকে গেল গাড়ি, মাঝরাস্তায় শুয়ে প্রকাণ্ড অজগর! তারপর... দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল