TRENDING:

বাড়িতে পোষ্য কুকুর আছে? তা হলে এই 'চার' গাছ যেন বাড়ির আশেপাশে না থাকে!

Last Updated:

Dogs: সুন্দর গাছপালা বাড়ির সৌন্দর্য বাড়ায়। প্রাকৃতিক আবেশ তৈরি করার জন্য অনেকেই বাগানে গাছ লাগান। তবে বাড়িতে কুকুর থাকলে কিছু গাছ বাড়িতে রাখা যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুন্দর গাছপালা বাড়ির সৌন্দর্য বাড়ায়। প্রাকৃতিক আবেশ তৈরি করার জন্য অনেকেই বাগানে গাছ লাগান। অনেকে ঘরের ভিতরেও বিভিন্ন গাছ রাখেন। বাড়ির ভিতরের বাতাসকে বিশুদ্ধ করে সেগুলি। বাড়ির চারপাশ সবুজ গাছপালা ঘিরে থাকলে মানসিক চাপ অনেকটাই কমে।
advertisement

কিন্তু আপনার বাড়িতে কুকুর থাকলে, বাড়ির জন্য গাছপালা বেছে নেওয়ার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কারণ কিছু খুব সুন্দর দেখতে গাছপালা আপনার প্রিয় পোষ্যের শরীরের জন্য খারাপ।

অ্যালোভেরা একটি ঔষধি গাছ। মানবদেহের জন্য খুবই উপকারী এই গাছ। অনেক পুষ্টিগুণ ছাড়াও এতে রয়েছে দুটি উপাদান, স্যাপোনিন এবং অ্যানথ্রাকুইনোন, যা কুকুরের জন্য বিষাক্ত। কুকুর ভুল করে অ্যালোভেরা চিবিয়ে খেলে অসুস্থ হয়ে পড়তে পারে।

advertisement

আরও পড়ুন- এ কী কাণ্ড! মাঝআকাশে তুমুল বচসা, ভাঙচুর… বিমানসেবিকাকে আক্রমণ করে বসল যুবক…

রঙিন টিউলিপ ফুল আপনার বাগানকে সুন্দর রাখতে পারে। তবে আপনার বাড়িতে যদি কুকুর থাকে তবে এই গাছটি লাগানোর আগে অবশ্যই একবার ভাবুন। এতে রয়েছে টিউলিপালিন এ এবং বি, যা কুকুরের জন্য বিষাক্ত। এটি একটি খুব সুন্দর হাউসপ্ল্যান্ট, আপনি এটি আপনার বসার ঘরের কোণে লাগাতে পারেন। তবে আপনার বাড়িতে যদি পোষা কুকুর থাকে তবে তা রাখা যাবে না।

advertisement

জবা ফুল পুজোয় ব্যবহৃত হয়। তবে এটি কুকুরের জন্য বিষের মতো।

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

Disclaimer: প্রিয় পাঠক, আমাদের খবর পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। আশা করি, পাঠক নিজ দায়িত্বে এই প্রতিবেদনের তথ্য বিবেচনা করবেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাড়িতে পোষ্য কুকুর আছে? তা হলে এই 'চার' গাছ যেন বাড়ির আশেপাশে না থাকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল