কিন্তু বাস্তবটা ভিন্ন। এই ভারতেই রয়েছে এমন কিছু নিরিবিলি সুন্দর দ্বীপ, যা বিদেশের পর্যটনস্থলগুলির চেয়ে কোনও অংশে কম নয়। দেখে নেওয়া যাক এক নজরে—
মাজুলি, অসম:
বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে পরিচিত ছিল মাজুলি (Majuli)। অসমের (Assam) এই সুন্দর দ্বীপটি এক সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ভারতের গর্ব মাজুলি। ব্রহ্মপুত্র (Brahmaputra) ধীরে ধীরে গ্রাস করছে দ্বীপ ভূমি। তলিয়ে যাচ্ছে সৌন্দর্য।
advertisement
২০১৬ সালে, মাজুলি দ্বীপকে একটি জেলা ঘোষণা করা হয়। এটিই প্রথম কোনও দ্বীপ যাকে জেলা ঘোষণা করা হয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত এই দ্বীপের দৈর্ঘ্য ২,৭০৬ কিলোমিটার। এর জলাভূমি এলাকা প্রায় ৫,৮০,০০০ বর্গ কিলোমিটার। দ্বীপের কাছাকাছি রয়েছে বেশ কয়েকটি শহর, যেমন উত্তর লখিমপুর (North Lakhimpur) এবং ঢাকুয়াখানা (Dhakuwakhana)।
দিভার, গোয়া:
গোয়ার পানজিম (Panjim, Goa) থেকে ১০ কিলোমিটার দূরে মাণ্ডবী (Mandovi) নদীরতে অবস্থিত দিভার দ্বীপ (Divar Island)। ঘন সবুজ এই দ্বীপের সৌন্দর্য বর্ণনা করাই যেন কষ্ট সাধ্য। ঘন বনের মধ্যে শান্ত সমাহিত যেন স্বর্গেরই এক অংশ এটি।
ঐতিহাসিক গোয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এই দ্বীপ। পর্যটনের মূল আকর্ষণ অনেকটাই ধরে রেখেছে এই দ্বীপ। শুধু নির্মল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই দ্বীপটিতে রয়েছে মানুষ, তাঁদের আকর্ষণীয় সংস্কৃতি আর মনমোহন আবাসস্থলও দেখার মতো।
পামবান ব্রিজ, তামিলনাড়ু:
পামবান (Pamban) দ্বীপ চেন্নাই (Chennai) থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে তামিলনাড়ু (Tamilnadu) উপকূলে অবস্থিত। মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপটিকে জুড়েছে একটি সেতু। শুধু নৈসর্গিক পরিবেশ নয়, খানিকটা পথ শান্ত মনে এগিয়ে যেতে চাইলেও এই সেতু হতে পারে আদর্শ। আর তার পরেই যেন খুলে যাবে স্বর্গোদ্যানের দরজা। ঐশ্বর্যময় সৈকত, বিরাট বিরাট নারকেল গাছের সারি, আর তার ফাঁক দিয়ে দেখা যাওয়া নির্মল আকাশ। নাগরিক জীবনে অন্তত দু’দিনের স্বস্তি বয়ে আনতে পারে।
কাবভ্যাই, কেরল:
উত্তর কেরলের (Kerala) ব্যাক ওয়াটার দ্বীপগুলির মধ্যে সব থেকে বড় হল কাবভ্যাই (Kavvayi) দ্বীপ। এটি কাবভ্যাই কয়াল নামেও পরিচিত। কেরলের কান্নুর (Kannur) এবং কাসারাগোড় (Kasaragod) জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই দ্বীপ। স্ফটিক স্বচ্ছ জল আর সবুজ গাছের আবহে এ দ্বীপ মনের মধ্যে প্রশান্তি এনে দেয়।
৬. নেত্রানি, কর্নাটক:
কর্নাটকের (Karnataka) নেত্রানি (Netrani) দ্বীপপুঞ্জকে সাধারণত ‘পায়রা বা কবুতর দ্বীপ’ নামে চেনেন পর্যটকেরা। এটি মুরুদেশ্বরা (Murudeshwara) উপকূলে অবস্থিত। দ্বীপের সবুজ আর ঝাঁক ঝাঁক পায়রা তো এর সৌন্দর্য বটেই। তবে এর অন্যতম আকর্ষণের দিক হল প্রবাল প্রাচীর এবং স্ফটিক-স্বচ্ছ সমুদ্র। ডাইভিং (Diving) এবং স্নরকেলিং (Snorkeling)-এর জন্য ভারতের অন্যতম সেরা জায়গা এটি।