TRENDING:

পৃথিবীর পাশেই রয়েছে অর্দৃশ্য এক গ্রহ ! হয়তো সেখানে জীবনও রয়েছে, দাবী জ্যোতির্বিজ্ঞানীদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্লুটো কে 'বামন গ্রহ' ঘোষণা করার আগে পর্যন্ত আমাদের সৌরজগতে ছিল ন'টা গ্রহ। কিন্তু তারপর সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৮-এ। কিন্তু গত বছর নাসার গবেষকরা দাবী করেন, ৮ টা নয়, প্লুটোকে বাদ দিয়েও আমাদের সৌরজগতে গ্রহর সংখ্যা মোট ৯। এবার ক্রমশ বাড়ছে এই ‘প্ল্যানেট নাইন’ ঘিরে রহস্য।
advertisement

‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের এক জ্যোতির্বিজ্ঞানী সুরহুদ মোর জানিয়েছেন, '' আমাদের তোলা ছবি থেকেই এটা স্পষ্ট হচ্ছে যে প্ল্যানেট নাইন রয়েছে।''

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা বারেবারে এই গ্রহের অস্তিত্ব নিয়ে দাবি করে চললেও এখনও পর্যন্ত কোনও টেলিস্কোপেই এই গ্রহের ছবি তোলা যায়নি। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী মাইকেল ব্রাউন জানিয়েছে, এই গ্রহ হয়তো অদৃশ্য। আয়তনে, পৃথিবীর থেকে প্রায় ১০ গুণ বড়। এই গ্রহ নেপচুন থেকে সূর্যের দূরত্বের ২০ গুণের বেশি দূরত্বে অবস্থান করছে বলে দাবি বিজ্ঞানীদের।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পৃথিবীর পাশেই রয়েছে অর্দৃশ্য এক গ্রহ ! হয়তো সেখানে জীবনও রয়েছে, দাবী জ্যোতির্বিজ্ঞানীদের