আশ্বিন মাসের পরিবর্তে আগামী বছর দুর্গাপুজো হবে কার্তিক মাসে গুপ্কপ্রেস পঞ্জিকার ব্যবস্থাপক ও গণক পুলক কুমার ভট্টাচার্য জানিয়েছেন মহালয়ার ৭ দিনের মাথায় সাধারণ দুর্গাপুজোর সপ্তমী হয়ে থাকে যা এই বছর অর্থাৎ ২০১৯ সালের পুজোতেও হচ্ছে ৷ আগামী বছর অমাবস্যা পড়বে ১৭ সেপ্টেম্বর ৷ ওই দিন বিশ্বকর্মা পুজো পিতৃ তর্পণের শেষদিন ৷ তারপরেই রবিগ্রহ কন্যা রাশিকে সপর্শ করে ৷ শাস্ত্রমতে রবি একাই রাশিতে থাকলে এক মাসে ২টি অমাবস্যা হলে সেই মাসকে মলমাস বলে ৷
advertisement
আগামী বছর অর্থাৎ ২০২০ সাল ১৪২৭ বঙ্গাব্দ ৷ দ্বিতীয় অমাবস্যা শেষ হবে ১৭ অক্টোবর ২০২০ ৷ সেই সময় থেকেই শুরু হবে দেবীপক্ষ ৷ ১৯৮২ ও ২০০১ সালেও এমন ঘটনা ঘটেছে ৷ মহালয়ার ৩৫ দিন বাদে সপ্তমীর পুজো হয়েছে ৷ ধর্মীয় রীতিনীতি অনুসারে মলমাসে কোনও শুভ কাজ বা পুজো হয়না তাই ৷ সাধারণত ২ বছর ৩ মাস বা ২ বছর ৪ মাস পরে মলমাস হয়ে থাকে, যা আগামী বছরে আশ্বিন মাসে ঘটবে এই ঘটনা ৷