আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা শেয়ার করেন। কেউ রান্নার ভিডিও দেন, কেউ আবার স্বামীর সঙ্গে নাচেন, কেউ বিয়েবাড়িতে গিয়ে জমিয়ে নাচেন, আবার কেউ শেয়ার করেন একেবারে ব্যক্তিগত মুহূর্ত। আজ আমরা আপনাদের দেখাব এমনই এক ভিডিও, যেখানে এক নববধূ দেখাচ্ছেন, ‘সুহাগরাত’-এর পরের সকালের সমস্যাগুলো! ক্যাপশনে তিনি লিখেছেন—“প্রেম করে বিয়ের পরের প্রথম দিন।”
advertisement
বৃষ্টিতে মশার ‘পিন পিন’-এ অতিষ্ঠ? এই ৫ গাছ বাড়িতে রাখুন, সব মশা পালাবে!
ভিডিওতে দেখা যাচ্ছে, দম্পতি বিয়ের রাতের পর ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ নববধূর ঘুম ভাঙে। তিনি চিন্তায় পড়ে যান এবং চেঁচিয়ে স্বামীকে জাগান। বলেন—“কুশল, ওঠো, আটটা বাজে!” স্বামী ঘুম ঘুম চোখে বলেন, “আরও একটু ঘুমোই।”
তখন স্ত্রী বলেন, “বাহিরে সবাই কী ভাববে?” এরপর তিনি স্নান করতে যান, স্নান সেরে শাড়ি পরতে থাকেন। স্বামী এসে বলেন, “কী করছ?” স্ত্রী বলেন, “শাড়ি পরছি, কিন্তু পারছি না।” স্বামী বলেন, “শাড়ি না পরে অন্য কিছু পরো।” কিন্তু নববধূ তা মানেন না। শেষে স্বামী নিজেই সাহায্য করেন তাঁকে শাড়ি পরাতে।
এরপর রান্নাঘরে নববধূ শিরা (সুজির হালুয়া) বানাতে যান। দুশ্চিন্তায় থাকেন, ঠিকমতো হবে তো? স্বামী বলেন, “হবে না হলে কী হয়েছে, না পারলে সুইগি করব!”
এদিকে বাড়িতে কিছু অতিথিও এসেছেন। শাশুড়ি তাঁদের সঙ্গে গল্প করছেন। এমন সময় নবদম্পতি সেখানে উপস্থিত হন। নববধূকে শাড়িতে দেখে অতিথিরা বলেন, “আপনার পুত্রবধূকে দারুণ লাগছে শাড়িতে।” তখন শাশুড়ি একটু আবেগ নিয়ে বলেন—“ও আমার বউমা নয়, মেয়ে।”
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন @kushalkikhushi নামে একটি অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে তাঁরা লিখেছেন—“ওটাই ছিল আমাদের প্রথম দিন। মনে হয় যেন কালকের কথা। সময় চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। কাশ ম্যাগি না শিখে শিরা রাঁধা শিখতাম। আপনার প্রথম দিনের কথা মনে আছে?”
ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। বহু মহিলা ইউজার লিখেছেন—“যদি আমাদেরও এমন স্বামী আর শাশুড়ি হতো!” কেউ লিখেছেন—“হালুয়া বানাতে গেলে গ্যাস জ্বালাতেও হয়।” ইউজার মুসকান লিখেছেন—“বোন, তুমি তো আমার স্বপ্নের পরিধি বাড়িয়ে দিচ্ছ।” দিব্যম শর্মা লিখেছেন—“পুরো পুরুষ সমাজে আনন্দের ঢেউ।” প্রকাশ লিখেছেন—“তুমি খুব ভাগ্যবতী, কারণ তোমার শাশুড়ি তোমায় বউমা নয়, মেয়ে বলেন।” প্রিয়া লিখেছেন—“তোমাদের যেন কেউ নজর না দেয়। তোমরা দু’জনেই খুব সুন্দর। ঈশ্বর তোমাদের সুখে রাখুন।”
এই ভিডিওটি ইতিমধ্যেই এক কোটি চোদ্দ লাখের বেশি বার দেখা হয়েছে, ৯ লাখের বেশি লাইক এসেছে এবং ১ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে। তবে বলে রাখা ভাল, কুশল আর খুশি এই ভিডিওটি রিক্রিয়েট করেছেন।