ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক নববধূ বিয়ের রাতের গল্প বর্ণনা করছেন এবং বলছেন, ‘আমার বিয়ের পরে প্রথম রাতে সচিন ঘরে এসেছিল। কিন্তু ও আমার ওড়না তুলতে পারেনি। কারন আমার জামাকাপড় আমার শাশুড়ি চেঞ্জ করে দিয়েছিলেন। শাশুড়ি সেদিন বলেন, তোমার শাড়ি পরে সমস্যা হচ্ছে, তাই ওটা আর বেশিক্ষণ পরে থাকার দরকার নেই। এখন তুমি তোমার যে পোশাক পরতে ইচ্ছে সেই পোশাক পরে নাও। সেক্ষেত্রে সালোয়ার কামিজও পরে নিতে পার।’ ভাইরাল হওয়া এই ভিডিওতে এখনও পর্যন্ত লাইক পড়েছেন ১০ হাজারের বেশি। ভিডিওর কমেন্ট সেকশনে তীব্র হাসির এবং বিরূপ মন্তব্যও করছেন।
advertisement
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘প্রথম রাতের ভিডিওটি একটু আপলোড করলে কেমন হয়?’ একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই জিনিসগুলি বলা ঠিক নয় সকলের সামনে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “সকলে যা শুরু করেছে, তাতে মনে হচ্ছে এবারে ফুলশয্যার সব ঘটনা নিয়ে লাইভ হবে।” এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। আপনিও নিখাদ মজা পেতে চাইলে দেখে নিতে পারেন।