ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাস টিচার (Teacher) ক্লাসের বাইরে একটি পোস্টার লাগিয়ে রেখেছেন৷ সেখানে আলাদা আলাদা আকৃতি রয়েছে৷ পড়ুয়ারা যে ছবিতে হাত দিচ্ছে, ক্লাস টিচার সেই ভঙ্গিমাতেই নাচ করছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছাত্র ও শিক্ষকের এই মিষ্টি ভিডিও (Sweet Video) -ভাইরাল ভিডিও (Viral Video)৷
আরও পড়ুন - Viral Video: পরণে অ্যাপ্রন, সাদা শার্ট-কালো প্যান্টে তুমুল নাচ ডাক্তারি ছাত্রীদের, ভাইরাল ভিডিও
advertisement
দেখে নিন মিষ্টি ভাইরাল ভিডিও (Viral Video)
৩৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু পড়ুয়া পোস্টারে থাকা হৃদয় শেপে ছুঁলেই শিক্ষিকা তাদের আদরে ভরিয়ে দিচ্ছে৷ শিক্ষিকা পড়ুয়াদের (Teacher and Student) আদরও করছে৷ কোনও বাচ্চা যদি পোস্টারের নাচ করার ছবিতে হাত দেয় তাহলে শিক্ষিকা অমনি নাচতে শুরু করেছেন৷ আবার কোনও বাচ্চা যদি হাত জোড় করে নমস্কারের ছবিতে হাত দেয় তাহলে ক্লাস টিচারও হাত জোড় করে স্বাগত জানানো হচ্ছে৷
আরও পড়ুন - Virat and Anushka: আঁটোসাঁটো পোশাক, শরীরে যৌবনের জোয়ার, অনুষ্কা শর্মার ভাইরাল ছবিতে বিরাট যা লিখলেন
সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন ভিডিও ট্যুইট করে লিখেছেন, ‘‘দুনিয়ার সবচেয়ে পছন্দের শিক্ষিকা৷ ওঁর পড়ুয়ারা রোজ ঠিক করে দিনটা কেমন করে শুরু হবে৷ এই মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়ে গেছে৷ লোক এটা প্রচণ্ড পছন্দ করছে৷ এই ভিডিও প্রায় ৩.১ কোটি -র বেশি মানুষ ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ভাইরাল ভিডিও হয়ে গেছে৷