TRENDING:

Viral Video: ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!

Last Updated:

যেটুকু দেখা যাচ্ছে, তাতে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, গাড়ির চাকা মাথার উপর উঠলেও বেঁচে গিয়েছেন ওই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিট অ্যান্ড রান মামলায় মুক্তি বলিউড অভিনেতা সলমন খান মুক্তি পেয়েছেন ঠিকই। কিন্তু একুশ বছর আগের সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি সকলের মনে এখনও তরতাজা। ২০০২ সালের ২ সেপ্টেম্বরের অভিশপ্ত রাত। ফুটপাতে সটান উঠে এসেছিল সলমনের বেপরোয়া গাড়ি। ওই লাগামছাড়া গতির বলি হয়েছিলেন এক ফুটপাতবাসী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভয়ঙ্কর ঘটনা দেখে আতঙ্কিত নেটজনতা!
ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!
ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!
advertisement

ঠিক কী ঘটেছিল? সম্প্রতি ট্যুইটার অ্যাকাউন্ট @crazyclipsonly থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যা নিমেষে ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি দোকানের সামনে ফুটপাতের উপর প্লাস্টিক বিছিয়ে ঘুমিয়ে রয়েছেন দুই মহিলা। আচমকাই হুড়মুড় করে ছুটে আসে একটি সাদা গাড়ি। মহিলার মুখের উপর সটান চাকা তুলে খানিক এগিয়ে গিয়ে থামে ওই গাড়িটি। মহিলা ব্যথায় কাতরে উঠে বসে পড়েন। আর ঘটনার অভিঘাতে লাফিয়ে ওঠেন পাশে শুয়ে থাকা মহিলাও। এর পর গাড়ি থেকে নেমে আসেন স্বয়ং গাড়ির চালকই। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকা মহিলার খোঁজখবর করেন। ব্যস, এত পর্যন্তই দেখা যাচ্ছে ভিডিওটিতে। এর বেশি কিছু দেখা যায়নি। যেটুকু দেখা যাচ্ছে, তাতে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, গাড়ির চাকা মাথার উপর উঠলেও বেঁচে গিয়েছেন ওই মহিলা।

advertisement

আরও পড়ুন– স্বামীর ভাইপোর সঙ্গে পরকীয়ায় জড়ালেন কাকিমা ! এর পরেই হল ভয়ঙ্কর পরিণতি…

আর এটা দেখেই তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকরা। অনেকেই প্রশ্ন করেছেন, মাথা কিংবা মুখের উপর দিয়ে চাকা চলে গেলেও কীভাবে বেঁচে গেলেন ফুটপাতবাসী ওই মহিলা! কেউ কেউ আবার বলছেন, খুবই বেদনাদায়ক মহিলা। এক নেটিজেনের বক্তব্য, গাড়িটি ঘোরানোর সময় ভিতর থেকে মহিলাকে লক্ষ্য করা সম্ভব হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আসলে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হামেশাই ঘটতে পারে। তাই সঠিক গতিতে গাড়ি চালানো আবশ্যক। আর আমাদের দেশে ফুটপাতেই বাস প্রচুর মানুষের। ফুটপাত শুধু তাঁদের বাসস্থানই নয়, এমনকী সেই জায়গা জুড়েই গড়ে ওঠে তাঁদের সংসারও। ফুটপাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো উচিত নয়। এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এর ভিউ ৮৫ লক্ষেরও বেশি। তবে কোথাকার ঘটনা, সেটা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। তবে এত সরু গলিতে কীভাবে গাড়ি ঢুকল, তা নিয়েও উঠেছে প্রশ্ন!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল