TRENDING:

T20 World Cup Celebration: ওয়াংখেড়েতে মাঠ ছুঁতেই ‘চক দে ইন্ডিয়া’র গানে নাচ রোহিত, কোহলিদের! ঝড় তুলল ভিডিও

Last Updated:

T20 World Cup Celebration: টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার পর ভারতীয় দলকে নিয়ে হুড খোলা বাস ওয়াংখেড়ে পৌঁছতেই উৎসব ক্লাইম্যাক্স ছুঁল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অবশেষে গর্বের ট্রফি বুকে নিয়ে ওয়াংখেড়েতে বিশ্বজয়ীরা। স্টেডিয়ামের বাইরে ছিল টিম ইন্ডিয়াকে একবার চোখের দেখা দেখার আকুল উৎসাহ। আর ভিতরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার পর ভারতীয় দলকে নিয়ে হুড খোলা বাস ওয়াংখেড়ে পৌঁছতেই উৎসব ক্লাইম্যাক্স ছুঁল। ওয়াংখেড়েতে গিয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ক্রিকেটররা। গলা মেলালেন দর্শকরাও। চাক দে ইন্ডিয়ার সুরে রীতিমতো রোহিত, বিরাটদের নাচতেও দেখা গেল মাঝ মাঠেই।
ওয়াংখেড়ে পৌঁছতেই উৎসব
ওয়াংখেড়ে পৌঁছতেই উৎসব
advertisement

হুডখোলা বাসে চড়ে মেরিন ড্রাইভ দিয়ে বিজয় প্যারেড করে রাত ৯টা নাগাদ ওয়াংখেড়েতে পৌঁছয় টিম ইন্ডিয়া। সেখানে ট্রফি নিয়ে মাঠ ঘোরার সময়ে রোহিত এবং কোহলিদের পাওয়া গেল চেনা ছন্দে। এতদিনের ক্লান্তির লেশমাত্র চোখে পড়ল না তারকা ক্রিকেটারদের পুরো টিমে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বস্তুত টি-২০ বিশ্বকাপ জয়ী দল দেশে পৌঁছতেই সারা দেশের লাইমলাইটের সবটুকু আলো যেন টেনে নিয়েছে চুম্বকের মতো। রোহিত-বুমরাদের একঝলক দেখতে হুড খোলা বাসের কাছাকাছি পৌঁছতে পাগল প্রাণ হাল অনুরাগীদের। এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হলেও ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। আরব সাগর তীরে যেন নেমে এসেছিল জনসুনামি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
T20 World Cup Celebration: ওয়াংখেড়েতে মাঠ ছুঁতেই ‘চক দে ইন্ডিয়া’র গানে নাচ রোহিত, কোহলিদের! ঝড় তুলল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল