হুডখোলা বাসে চড়ে মেরিন ড্রাইভ দিয়ে বিজয় প্যারেড করে রাত ৯টা নাগাদ ওয়াংখেড়েতে পৌঁছয় টিম ইন্ডিয়া। সেখানে ট্রফি নিয়ে মাঠ ঘোরার সময়ে রোহিত এবং কোহলিদের পাওয়া গেল চেনা ছন্দে। এতদিনের ক্লান্তির লেশমাত্র চোখে পড়ল না তারকা ক্রিকেটারদের পুরো টিমে।
বস্তুত টি-২০ বিশ্বকাপ জয়ী দল দেশে পৌঁছতেই সারা দেশের লাইমলাইটের সবটুকু আলো যেন টেনে নিয়েছে চুম্বকের মতো। রোহিত-বুমরাদের একঝলক দেখতে হুড খোলা বাসের কাছাকাছি পৌঁছতে পাগল প্রাণ হাল অনুরাগীদের। এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হলেও ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। আরব সাগর তীরে যেন নেমে এসেছিল জনসুনামি।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2024 11:24 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
T20 World Cup Celebration: ওয়াংখেড়েতে মাঠ ছুঁতেই ‘চক দে ইন্ডিয়া’র গানে নাচ রোহিত, কোহলিদের! ঝড় তুলল ভিডিও
