প্রসঙ্গত, এই বছর এর আগেও বেশ কয়েকটি সুপারমুন হয়েছে। অর্থাৎ দু'বার পূর্ণিমার দিনে পৃথিবীর কাছাকাছি চলে এসেছে। প্রথম বার ২ জানুয়ারি। দ্বিতীয়বার ৩১ জানুয়ারি। তার পরেও ফেব্রুয়ারি ও মার্চে কাছে চলে এসেছে চাঁদ। এবার আরও একবার পৃথিবীবাসীকে তার অপরূপ রূপের মায়া দেখার সুযোগ দিচ্ছে চাঁদ। তবে বিজ্ঞানীরা বলছেন, দৃশ্যগত সৌন্দর্যের বিচারে অন্য সুপারমুনগুলিকে পিছনে ফেলে দেবে এই পিঙ্ক সুপারমুন।
advertisement
কারণ ব্যখ্যা করে তাঁরা বলছেন, ওই দিন চাঁদ ও পৃথিবীর দূরত্ব থাকবে ৩৫৬,০০০ কিলোমিটার , যা গড় দূরত্বের থেকে ২৮,০০০ কিলোমিটার কম। এর ফলে চাঁদকে ১৪ শতাংশ বড় দেখাবে অন্যান্য দিনের চেয়ে। চাঁদের আলো অন্য দিনের চেয়ে উজ্জ্বল হবে ৩০ শতাংশ।
Location :
First Published :
Apr 05, 2020 7:24 PM IST
