TRENDING:

CTET পরীক্ষা দিচ্ছিলেন যুবক, দৌড়তে দৌড়তে সেন্টারে পৌঁছল পুলিশ, ছাত্রকে দেখে একী বললেন তিনি!

Last Updated:

Sultanpur Latest News: শাদিয়াবাদ গাজিপুরের ইন্দ্রপুর ছেরি থানার বাসিন্দা গৌরব কুমার সিং, প্রয়াগরাজের তেলিয়াগঞ্জের অধীন মেহদৌরির বাসিন্দা প্রকাশ বীর মিশ্রের জায়গায় পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অজিত গিরি, সুলতানপুর: উত্তর প্রদেশে ৬০ হাজার টাকার ‘চুক্তিতে’ CTET পরীক্ষা দেওয়া ‘মুন্না ভাই’ অবশেষে ধরা পড়লেন। প্যান কার্ডের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের টেকনিক্যাল টিম তাকে ধরে কোতোয়ালি পুলিশের কাছে শেষপর্যন্ত হস্তান্তর করে। রবিবার সুলতানপুরের কোতোয়ালি নগরের গোপাল পাবলিক স্কুল গোটা ঘটনাটি ঘটে। তথ্য অনুযায়ী, রবিবার গোপাল পাবলিক স্কুলে সিটিইটি পরীক্ষা চলছিল। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাদিয়াবাদ গাজিপুরের ইন্দ্রপুর ছেরি থানার বাসিন্দা গৌরব কুমার সিং, প্রয়াগরাজের তেলিয়াগঞ্জের অধীন মেহদৌরির বাসিন্দা প্রকাশ বীর মিশ্রের জায়গায় পরীক্ষা দিতে গিয়ে শেষপর্যন্ত ধরা পড়ে যায় ৷
News18
News18
advertisement

আরও পড়ুন– জিমে শরীরচর্চা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ! আপনিও এই ভুলটা করছেন না তো? সাবধান করছেন বিশেষজ্ঞ

তথ্য অনুযায়ী, অভিযুক্ত জাল প্যান কার্ড ব্যবহার করে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে। সে জাল কার্ড নিয়ে স্কুলে ঢুকে পরীক্ষা দিচ্ছিল। সেসময় পরীক্ষা কেন্দ্রের টেকনিক্যাল টিমের সদস্যরা এসে তাকে ধরে ফেলে। এরপর অভিযুক্ত বলে, সে আদিত্যের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে পরীক্ষা দিতে এসেছিল। সে আরও বলে যে ‘‘আমার অর্থের খুব প্রয়োজন ছিল, তাই আমি এই কাজ করেছি, এখন দয়া করে আমাকে ক্ষমা করুন।’’

advertisement

তবে এই ‘মুন্না ভাই’কে পুলিশ ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়। যে ছাত্রটি নকল কাগজ নিয়ে পরীক্ষা দিতে এসেছিল তাকে ইনভিজিলেটর দেখতে পেয়ে বললেন, ‘‘তুমি খুব চালাক হয়ে গেছ।’’ পুলিশ তাকে কোতোয়ালি নগরে এরপর নিয়ে আসে।

আরও পড়ুন– এ যেন একেবারে সর্ষের মধ্যে ভূত! ডালের ক্ষেত বাঁচাতে অনন্য উপায় অবলম্বন করে চমকে দিলেন কৃষক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল টিমের সদস্যদের সন্দেহ হতেই যুবককে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা ৷ পরীক্ষার্থী তখন সাফ জানান, তিনি অন্য ছাত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন, যার জন্য সে ৬০ হাজার টাকা নিয়েছে। স্কুল শিক্ষক রঞ্জিত সিং জানান, যখন সিটিইটি পরীক্ষা চলছিল, তখন একজন পরীক্ষার্থী ধরা পড়ে যে অন্য একজন পরীক্ষার্থীর জায়গায় বসে পরীক্ষার্থী সেজে পরীক্ষা দিচ্ছিল ৷ তৎক্ষণাতই পুলিশের হাতে ধরা পড়ে যায় সে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
CTET পরীক্ষা দিচ্ছিলেন যুবক, দৌড়তে দৌড়তে সেন্টারে পৌঁছল পুলিশ, ছাত্রকে দেখে একী বললেন তিনি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল