আরও পড়ুন- জেনেশুনেই মানুষের 'বিষ্ঠাগোলা জল' খেয়ে ভাইরাল এই ব্যক্তি! কিন্তু কেন?
গর্ডি অনলাইনে তাঁর সন্তানদের ছবি শেয়ার করেছেন। তাঁর একটি ব্লগও রয়েছে, ‘বি প্রেগন্যান্ট নাউ’ যাতে সন্তান নিতে ইচ্ছুক মহিলাদের কিছু পরামর্শ দেওয়া হয়।
গর্ডি দ্য মিররকে জানান, তিনি অনেক মহিলাকেই নিজস্ব পরিবার শুরু করতে সাহায্য করেছেন, এতে তাঁর দুর্দান্ত অনুভব হয়। যে সমস্ত মহিলারা স্পার্ম ব্যাঙ্কে উপযুক্ত শুক্রাণু পান না তাঁরা নিয়মিত গর্ডির কাছে যান এবং এখনও পর্যন্ত ১,০০০ জনেরও বেশি মহিলা তাঁর বীর্য চেয়েছেন। গর্ডি এমন একজন সঙ্গীকে খুঁজছেন যিনি তাঁর স্পার্ম ডোনেশনের বিষয়টি জেনেই তাঁকে গ্রহণ করবে। কয়েকজন মহিলা আগ্রহ প্রকাশ করেছিলেন ঠিকই, তবে বিষয়টি তেমন এগোয়নি বলেই জানিয়েছেন গর্ডি।
আরও পড়ুন- নিজের প্রস্রাব খেয়েই কমেছে 'ডিপ্রেশন', কমেছে বয়সও! আজব দাবি যুবকের
গত বছরই ওরেগনের ২৪ বছর বয়সী জাভে ফর্সের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ডেটিং অ্যাপে কারও সঙ্গে কথা বলতে ভয় পান তিনি। ডেটিং অ্যাপ ব্যবহার করার সময় তিনি সতর্ক থাকেন কারণ তাঁর বাবা একজন স্পার্ম ডোনার ছিলেন। এখনও পর্যন্ত ৫০০ বার শুক্রাণু দান করেছেন তিনি। জাভের ভয় হয়, ডেটিং অ্যাপে তাঁরই বাবার শুক্রাণুজাত কোনও বোনের প্রেমে পড়ে যেতে পারেন তিনি।