TRENDING:

Snake-Viral Video: গলায় পেঁচানো একাধিক সাপ! সাপেদের সঙ্গে স্নান করতে ঢুকে একী ঘটল? ভাইরাল ভিডিও

Last Updated:

Snake-Viral Video: সাপের সঙ্গে স্নান করতে ঢুকলেন ব্যক্তি! একটি নয়, ছয়টি সাপ! তারপর যা ঘটল! ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: সাপ! নাম শুনলেই আতঙ্ক হয় বহু মানুষের! সেই সাপের সঙ্গে ঘর সংসার করার কথা কেউ কী ভাবতে পারে! কিন্তু এই আজব পৃথিবীতে রোজ কিছু না কিছু আজব কাণ্ড ঘটেই চলেছে। আমাদের দেশের বহু জায়গায় সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়! বর্ষাকালে এদিক ওদিক নানা বিষাক্ত সাপ ঘুরে বেড়াতে দেখা যায়! সাপকে ভয় পায় না এমন মানুষ কিন্তু খুব কম! আবার কিছু মানুষ আছেন যাদের কাছে সাপ সব থেকে প্রিয় পোষ্য! এমন বহু খবর সামনে আসে যেখানে দেখা যায় বাড়িতে সাপ পুষছেন অনেকেই। বিশেষ করে বিদেশে বেশি দেখা যায় অজগর জাতীয় সাপকে পোষ্য বানাতে। আর অনেক সময় মৃত্যুর খবর পর্যন্ত আসে!
Viral Video
Viral Video
advertisement

কিছু মাস আগেই এক তরুণীকে তার পোষ্য অজগর গোটা শরীর পেচিয়ে গিলে ফেলার চেষ্টা করেছিল। তবে তরুণীর ঘুম ভেঙে যাওয়ায় সাপটি সফল হয়নি। কিন্তু তারপরেও সাপ নিয়ে পাগলামির শেষ নেই! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্নানঘরে স্নান করছেন। কিন্তু মজার বিষয় হল ওই ব্যক্তি একা নয়, তার সঙ্গে বাথরুমে রয়েছে ছয় ছয়টি সাপ! ব্যক্তি তার নিজের গলায় দুটি সাপ পেচিয়ে নিয়েছেন। শাওয়ারের ওপর একটা সাপ বসা! আবার আয়নার মাথায় দুটো সাপ! চারিদিকে শুধু সাপ আর সাপ। সেই সাপেদের আবার আদর করছেন ব্যক্তি। স্নান করতে করতে কথাও বলছেন।

advertisement

এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। যদিও দেখে মনে হচ্ছে সাপগুলি অজগর প্রজাতির। বিষাক্ত না হলেও মানুষকে গিলে নিতে পারবে সহজেই। এই ভিডিও ভাইরাল হতেই বহু মানুষ লিখেছেন, এগুলোর কোনও মানে হয় না। পাগলামি!

আরও পড়ুন: 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আবার কেউ লিখেছেন, অন্য দেশেও বাড়িতে সাপ পোষা বন্ধ করা উচিত আইন করে! আবার কেউ কেউ বলেছেন, ভিডিওটি মজার! এবং ওই ব্যক্তির সাহসের প্রশংসাও করেছেন অনেকে। সোশ্যাল মাধ্যমে এই পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আদুরে সাপ’! কি মনে হয় এই সাপ কি সত্যিই আদুরে?

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake-Viral Video: গলায় পেঁচানো একাধিক সাপ! সাপেদের সঙ্গে স্নান করতে ঢুকে একী ঘটল? ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল