কিছু মাস আগেই এক তরুণীকে তার পোষ্য অজগর গোটা শরীর পেচিয়ে গিলে ফেলার চেষ্টা করেছিল। তবে তরুণীর ঘুম ভেঙে যাওয়ায় সাপটি সফল হয়নি। কিন্তু তারপরেও সাপ নিয়ে পাগলামির শেষ নেই! সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্নানঘরে স্নান করছেন। কিন্তু মজার বিষয় হল ওই ব্যক্তি একা নয়, তার সঙ্গে বাথরুমে রয়েছে ছয় ছয়টি সাপ! ব্যক্তি তার নিজের গলায় দুটি সাপ পেচিয়ে নিয়েছেন। শাওয়ারের ওপর একটা সাপ বসা! আবার আয়নার মাথায় দুটো সাপ! চারিদিকে শুধু সাপ আর সাপ। সেই সাপেদের আবার আদর করছেন ব্যক্তি। স্নান করতে করতে কথাও বলছেন।
advertisement
এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। যদিও দেখে মনে হচ্ছে সাপগুলি অজগর প্রজাতির। বিষাক্ত না হলেও মানুষকে গিলে নিতে পারবে সহজেই। এই ভিডিও ভাইরাল হতেই বহু মানুষ লিখেছেন, এগুলোর কোনও মানে হয় না। পাগলামি!
আরও পড়ুন:
আবার কেউ লিখেছেন, অন্য দেশেও বাড়িতে সাপ পোষা বন্ধ করা উচিত আইন করে! আবার কেউ কেউ বলেছেন, ভিডিওটি মজার! এবং ওই ব্যক্তির সাহসের প্রশংসাও করেছেন অনেকে। সোশ্যাল মাধ্যমে এই পোস্টটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আদুরে সাপ’! কি মনে হয় এই সাপ কি সত্যিই আদুরে?