ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কিছু লোক একটি বালিশ কেটে দেখার চেষ্টা করছে। কয়েক মুহূর্তের মধ্যেই তার ভিতর থেকে বিশাল একটি কিং কোবরা বেরিয়ে আসে এবং ফণা মেলে ধরে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় এবং কেউ কেউ আতঙ্কে পিছু হটেন।
আরও পড়ুন: সন্তানদের বাঁচাতে মরিয়া মা, পা দিয়ে চেপে ধরলেন বিষাক্ত সাপটিকে! তারপর যা হল..দেখুন ভিডিও…
advertisement
অনেকে আবার সাপটিকে ধরার চেষ্টা করেন। রিপোর্ট অনুযায়ী, ভিডিওটি পুরনো হলেও এটি আবার নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘এমন ভিডিও দেখার পর এখন থেকে ঘুমনোর আগে বালিশ পরীক্ষা করতেই হবে।’’ কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এত বড় একটি সাপ এতক্ষণ ধরে তাকিয়ার ভিতর লুকিয়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, বড় সাপেরা গরম এবং অন্ধকার জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে, বিশেষত কাপড় ও গদি জাতীয় নরম জায়গাগুলোতে।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী হিসাবে কাটিয়েছেন জীবন, DNA টেস্টে বেরোল ভাই-বোন! সম্পর্কের বেড়াজালে তীব্র চাঞ্চল্য
ভারতসহ বিভিন্ন দেশে ঘরে সাপ ঢোকার ঘটনা খুবই সাধারণ। বর্ষাকালে এই ঝুঁকি আরও বেড়ে যায়, কারণ সাপেরা তখন শুকনো ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরে প্রবেশ করে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এমন পরিস্থিতির মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দিতে হবে।
এই কিং কোবরা ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করলো যে, সাপ যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত।