নববধূকে পরীক্ষা করে চিকিৎসক জানান, তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এর পরদিনই সন্তানের জন্ম দেন তরুণী। জানা যায়, মেয়েটির পরিবার পুরো বিযয়টিই আগে থেকে জানতেন। জানতেন, তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু সবটাই লুকিয়ে গিয়েছেন পাত্র পক্ষের থেকে। বিয়ের আগে কনের স্ফীত পেট নজরে এসেছিল পাত্রের বাড়ির লোকজনের। প্রশ্ন করাতে, তরুণীর বাবা-মা বলেন, সম্প্রতি তরুণীর পেটে অপারেশন হয়েছে, সেই কারণে পেট স্ফীত রয়েছে এখনও। কিন্তু বিয়ের রাতে চিকিৎসক পরীক্ষা করে যা জানালেন, তাতে হতভম্ব পাত্র ও তাঁর বাড়ির সদস্যরা। তাঁরা কল্পনাও করতে পারেননি, তাঁদের বাড়ির বৌ বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন, এবং বিয়ের পরদিনই সন্তানের জন্ম দেবেন!
advertisement
যদিও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি পাত্রপক্ষ, তবে তাঁরা এই বিয়েও মেনে নেননি। এই ঘটনার পর তাঁরা তরুণীর বাড়িতে খবর দেন। তাঁরা এসে মেয়ে ও নাতনিকে নিয়ে সেকেন্দ্রাবাদে ফিরে যান।