TRENDING:

বয়স ছাড়িয়েছে ৭০, দুই হাঁটুতেও ব্যথা! তাও এখনও বাস্কেটবল কোর্ট কাঁপান মহিলা, ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না!

Last Updated:

জানা গিয়েছে যে আন্দ্রিয়া গার্সিয়া লোপেজ ওরফে গ্র্যানি জর্ডনের নিবাস মেক্সিকোর ওয়াজাকার (Oaxaca) সান এস্তেবান আতাতলাহুয়া (San Esteban Atatlahuca) নামের এক ছোট শহরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  একটু নড়ে-চড়ে বসতে হলেই আজকাল আমাদের অনেকেরই ঘাম ছুটে যায়! সিঁড়ি ভাঙা, ও বাবা, লিফট থাকতে সে আবার কী! কম বয়সেই লাইফস্টাইলের জন্য আমাদের অনেককেই গ্রাস করছে আলস্য, অকালবার্ধক্য! আর সেখানে এই মহিলা! দেখলে চমকে উঠতে হবে। ৭১ বছর পার করে দিয়েও যে এই ভাবে বাস্কেটবল হাতে কোর্টে ছুটে বেড়ানো যায়, সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও না দেখলে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ত!
advertisement

তবে, ওই যে, উইলিয়ম শেক্সপিয়র লিখে গিয়েছিলেন না, এই পৃথিবীর এমন অনেক রহস্য আছে যা ব্যাখ্যার অতীত! তিনি অতীন্দ্রিয় ক্ষেত্রে কথাটা তাঁর নাটকের নায়ক হ্যামলেটের মুখে বসালেও মেক্সিকোর আন্দ্রিয়া গার্সিয়া লোপেজের (Andrea Garcia Lopez) প্রাণচাঞ্চল্য দেখলেও কোটেশন দিব্যি ব্যবহার করা যায়। সাধে কী আর তাঁর পরিচয় রটে গিয়েছে 'গ্র্যানি জর্ডন' (Granny Jordan) নামে!

advertisement

আরও পড়ুন: অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থর মুখে উঠল প্রাণপ্রিয় খাবার!

আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!

https://youtu.be/LCIudcgsVkQ

জানা গিয়েছে যে আন্দ্রিয়া গার্সিয়া লোপেজ ওরফে গ্র্যানি জর্ডনের নিবাস মেক্সিকোর ওয়াজাকার (Oaxaca) সান এস্তেবান আতাতলাহুয়া (San Esteban Atatlahuca) নামের এক ছোট শহরে। সেই ছোট শহরই এখন লোকমুখে নিজের প্রসিদ্ধি আদায় করে ছেড়েছে গ্র্যানি জর্ডনের গুণে। দুই হাঁটুতে বয়সের প্রভাবে ব্যথা ধরেছে, তবু অন্য খেলোয়াড়দের পাশ কাটাতে কাটাতে সাবলীল ভাবে বল হাতে কোর্ট কাঁপিয়ে চলেন তিনি। বলেন, হালে একটু-আধটু অসুবিধে হলেও তাঁর দৃঢ় বিশ্বাস- এখনও অনেক দিন একটানা এভাবেই খেলে যাবেন!

advertisement

সে কথাই সত্যি হোক! ঠিক যেমন বলে লাথি মেরে হেসে-খেলে বেঁচে থাকুন আমাদের দেশের কেরলের জেমস (James)। ৬৪ বছরের এই ট্রাক ড্রাইভারের জীবনের প্রথম এবং শেষ প্রেম-ই ফুটবল, যেখানেই যান ফুটবল খেলার সরঞ্জাম তাঁর সঙ্গে থাকে। যে ভিডিও নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেল মারফত শেয়ার করেছিলেন prsoccerart নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পরেও কি আমরা নিদেনপক্ষে একটা ব্যাট হাতেও মাঠের দিকে ছুটব না?

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বয়স ছাড়িয়েছে ৭০, দুই হাঁটুতেও ব্যথা! তাও এখনও বাস্কেটবল কোর্ট কাঁপান মহিলা, ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল