TRENDING:

Viral News: এই বিড়াল ধরতে পারে মৃত্যুর আগাম খবর! আমেরিকার বিড়ালের কাণ্ড দেখলে চমকে যাবেন

Last Updated:

Viral News: ২০১৫ সালে, মাত্র ছ’মাস বয়সে অস্কার নামে এই বিড়ালটিকে পোষা শুরু করেন হাসপাতালের কর্মীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এমনিতে কথায় আছে, যে কোনও বিপদের আভাষ অনেক থেকেই পায় পশুপাখিরা৷ কিন্তু মানুষের মৃত্যুর আভাষ, আগে থেকেই পাচ্ছে বিড়াল, এমন কাণ্ড শুনেছেন কোথাও? সম্প্রতি এমনই এক আমেরিকার বিড়ালের খবর ভাইরাল হয়েছে৷ আমেরিকার একটি হাসপাতালে অস্কার নামে একটি বিড়ালের সন্ধান পাওয়া গিয়েছে, যে সেই হাসপাতালে ভর্তি রোগীদের মৃত্যুর খবর আগে থেকেই পায়৷
ছবি -
ছবি -
advertisement

২০১৫ সালে, মাত্র ছ’মাস বয়সে অস্কার নামে এই বিড়ালটিকে পোষা শুরু করেন হাসপাতালের কর্মীরা৷ তাকে ‘থেরাপি ক্যাট’ হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়৷ তবে সে এখন আর সে কেবল মাত্র থেরাপি ক্যাট নেই, সে নাকি হাসপাতালে ভর্তি রোগীদের মৃত্যুর খবর আগে থেকেই পায়৷

প্রথমে বিষয়টি চিকিৎসকরা লক্ষ্য করেননি৷ এমনিতে অস্কার একা থাকতেই পছন্দ করে৷ কদাচিৎ সে কোনও রোগীর বেডে গিয়ে উপস্থিত হয় এবং সেই বেডে রোগীর সঙ্গে আত্মীয়তা তৈরির চেষ্টা করে৷ আর তার কয়েকঘণ্টায় মধ্যে সেই ব্যক্তির মৃত্যু হয়৷ প্রাথমিক ভাবে এই নিয়ে কোনও বিশেষ ভাবনা ভাবতে চাননি৷ কিন্তু পরপর ২০ বার এই ঘটনা ঘটেছে হাসপাতালে, তার পরেই তাঁদের মনে একটি বিশ্বাস জন্মায়, অস্কার বুঝি মৃত্যুর আভাস পায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ডোসা জানিয়েছেন, ‘অস্কারকে প্রথম থেকেই ভীষণ পবিত্র বিড়াল বলে মনে করা হল৷ সবসময় ও বাইরে আসে না বা আসতে চায় না৷ নিজের মতো করে থাকতে ভালবাসে৷ কোনও সাপ্লাই আলমারি বা কোনও এমনি বিছানার তলায় ও থাকে৷ কিন্তু কেউ মৃত্যুপথযাত্রী হলেই ও সেখানে গিয়ে উপস্থিত হয়৷’ বিশেষজ্ঞদের মতে, মৃত্যুপথযাত্রীর শরীর থেকে যে বায়োকেমিক্যাল নির্গত হয়, সেটি বুঝতে পারে অস্কার আর সেই কারণেই ও সেখানে এসে হাজির হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: এই বিড়াল ধরতে পারে মৃত্যুর আগাম খবর! আমেরিকার বিড়ালের কাণ্ড দেখলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল