গত ২৫ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে ছবিটি। বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটির বিজ্ঞানীরা সমীক্ষা চালাচ্ছেন হিমালয়ের কোলে। কেন্দ্রীয় সরকার, সিকিমের রাজ্য সরকার এবং একাধিক সরকারি স্তরে তথ্য পরীক্ষার পর চলতি সপ্তাহে ৬ ডিসেম্বর, বুধবার ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে।
পূর্ব সিকিম জেলায় ১২৮ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত পাংগোলোখা অভয়ারণ্য সে রাজ্যের সবথেকে বড় অভয়ারণ্য। ২০১৯ সালেও এখানে ৯৫৮৪ ফুট উচ্চতায় দেখা গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। সিকিমের পাংগোলোখা অভয়ারণ্যের সঙ্গে সংযুক্ত ভুটানের জঙ্গল এবং বাংলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান।
advertisement
আরও পড়ুন : শীতে রসুন তো খান! কোলেস্টেরল, শরীরের মেদকে বিদায় জানিয়ে বেশিদিন বাঁচতে খান রসুনশাকও
এর আগে অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় ৩৬৩০ মিটার উচ্চতায় এবং ভুটানে ৪৪০০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 9:21 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Royal Bengal Tiger in Sikkim: কাঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার