আরও পড়ুন: আদালতের ৩ পর্যবেক্ষণ মুছে ফেলার আর্জি পার্থর! হাই কোর্ট জানাল, 'অত্যন্ত অসুবিধার'
আরও পড়ুন: সব নজরে পার্থ, এদিকে CBI-এর ডাক ৩ তৃণমূল নেতাকে! তুমুল আলোড়ন নন্দীগ্রামে
মস্কো চেস ফেডারেশনের প্রধান সার্গেই লাজারেভ জানিয়েছেন, ‘‘ওই রোবটটি ওই শিশুর আঙুল ভেঙে দিয়েছে। এই ঘটনাটি সত্যিই খুব খারাপ।’’ তারপরেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, এই ঘটনা সত্যিই প্রমাণ করে মানবজীবনের উপর বিজ্ঞান কখনও কখনও অভিশাপ হয়েও নেমে আসছে। অত্যন্ত আধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানবজাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। সব রোবট না হলেও, এই মানুষের তৈরি রোবটই অনেক সময় ধ্বংসাত্মক কাজ করতে পারে।
advertisement
যদিও দাবা ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই শিশু খেলোয়াড়টি চাল দিতে তাড়াহুড়ার করার ফলেই এই ঘটনা ঘটেছে। তাঁরা বলেছেন, ‘‘এই রোবটটি আমরা ভাড়া করেছিলাম। রোবটটিকে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। ফলে, এটি আগে থেকেই পরীক্ষিত ছিল, সেটা বলা চলে। কিন্তু এক্ষেত্রে শিশু খেলোয়াড়টি সরাসরি আগে দাবার দান দিতে চাওযায় এই বিপত্তি ঘটেছে। কারণ, ওই শিশু খেলোয়াড়টিকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। তবে ওই শিশুটি পরের দিনও খেলায় অংশ নিয়েছিল ও টুর্নামেন্ট শেষ করেছিল।’’