TRENDING:

Resignation Letter: 'টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না!' চাকরি ছাড়ার আগে বস-কে লিখলেন কর্মী, ভাইরাল পদত্যাগ পত্র

Last Updated:

ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রটি তানজানিয়ার একটি বেসরকারি নির্মাণ সংস্থা জে ডেকর-এর এক কর্মীর৷ ইনস্টাগ্রামে ওই সংস্থার ১ লক্ষ ফলোয়ার রয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অধিকাংশ চাকরিজীবীই দাঁতে দাঁত কামড়েও নিজের চাকরিটা রক্ষার চেষ্টা করেন৷ অফিসের কাজের চাপ, কিছু ক্ষেত্রে বস অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষপাতিত্ব, খারাপ ব্যবহারও সহ্য করে নেন তাঁরা৷ কিন্তু শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে গেলে বাধ্য হয়েই চাকরি ছাড়েন অনেকে৷ যদিও চাকরি ছাড়ার সময়ও অনেকে নিজেদের ক্ষোভের কথা ইস্তফাপত্রে অন্তত জানাতে পারেন না৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি বেসরকারি সংস্থার এক কর্মীর ইস্তফাপত্র অবশ্য এই ধারণাকে ভেঙে দিয়েছে৷ কারণ সেখানে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে নিজের মনের কথাটুকু লিখে দিয়েছেন ওই কর্মী৷ কোনও রাখঢাক না করেই নিজের বসকে তিনি লিখেছেন, ‘আমি চাকরিটা ছাড়ছি কারণ এখানে শুধু টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না৷ আমি কাজ করি, ম্যাজিক দেখাই না৷’

advertisement

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রটি তানজানিয়ার একটি বেসরকারি নির্মাণ সংস্থা জে ডেকর-এর এক কর্মীর৷ ইনস্টাগ্রামে ওই সংস্থার ১ লক্ষ ফলোয়ার রয়েছে৷ সম্প্রতি ওই সংস্থার পক্ষ থেকেই এ সি মিনজা নামে তাঁদের এক কর্মীর লেখা এই পদত্যাগপত্রের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে৷ সেখানেই দেখা গিয়েছে, কোনও রাখঢাক না করে অল্প কথায় কীভাবে নিজের পদত্যাগপত্র লিখেছেন ওই কর্মী৷ পদত্যাগপত্রে সংস্থার সিলও রয়েছে৷

advertisement

ওই সংস্থার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, এই চিঠিটি সম্ভবত মজা করেই লেখা হয়েছে৷ কারণ, সাধারণত এই ধরনের পদত্যাগপত্র সাদা কাগজে লেখা হয় নয়তো ই মেল করে পাঠানো হয়৷ কিন্তু এক্ষেত্রে পদত্যাগপত্রটি লেখা হয়েছে একটি ডায়েরির ছেঁড়া পাতায়৷ পদত্যাগপত্রটি আসল কি না, তা খতিয়ে দেখছে ওই সংস্থা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

তবে চিঠিটি আসল না নকল সেই বিতর্কে না গিয়ে নেট ব্যবহারকারীদের অনেকেই স্পষ্ট ভাষায় পদত্যাগপত্র লেখার এই ধরনকে সমর্থন করেছেন৷ একজন লিখেছেন, ভবিষ্যতে এই অস্ত্রই প্রয়োগ করতে চান তিনি৷ অন্য একজন জানিয়েছেন, কখনওই বেতন না বাড়িয়ে কারও কাজের চাপ বাডা়নো উচিত নয়৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Resignation Letter: 'টার্গেট বাড়ে, মাইনে বাড়ে না!' চাকরি ছাড়ার আগে বস-কে লিখলেন কর্মী, ভাইরাল পদত্যাগ পত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল